দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পেলেকে ছোয়া হয়ে গিয়েছিল আগেই। টপকে যাওয়ার জন্য দরকার ছিল শুধু একটা গোল। সেটা হয়ে গেছে লিওনেল মেসির। কাল ভায়োডলিদের বিপক্ষে বার্সার তৃতীয় ও শেষ গোলটা করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান মেসি। বার্সার হয়ে মেসির গোল এখন ৬৪৪, ছাড়িয়ে গেছেন ফুটবল সম্রাট পেলের স্যান্টোসের হয়ে ৬৪৩ গোলের রেকর্ড। ফুটবল ইতিহাসে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা এখন এককভাবে মেসিরই।
রেকর্ডটা বার্সার আগের ম্যাচেই ছুঁয়েছিলেন মেসি। কিন্তু দল না জেতায় সেটা উদযাপন করতে পারেননি। কাল ম্যাচের প্রথমার্ধের মধ্যেই দুবার গোল পেয়ে যেতে পারতেন মেসি। কিন্তু সেটা হয়নি। তবে প্রথম গোলটা এসেছে মেসিরই ক্রস থেকে, তার ক্রস থেকেই হেড করে গোল করে এগিয়ে দিয়েছেন ক্লিমেন্ট লংলে।
কাল আন্তোনিও গ্রিয়েজম্যান এবং ফিলিপ কৌতিনহোকে প্রথম একাদশের বাইরে রেখে দল সাজিয়েছিলেন কোম্যান। বার্সার রক্ষণভাগকেও কাল তুলনামূলকভাবে একটু স্থিতিশীল দেখিয়েছে। লংলের প্রথম গোলের পর দ্বিতীয় গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ৩৫ মিনিটের গোলটার কারিগরও মেসি। তার পাস থেকে তরুণ রাইটব্যাক সার্জিও ডেস্টের ক্রস এসে পড়ে বক্সে, গোল করে এগিয়ে দেন মার্টিন ব্রাথওয়েট। শেষ পর্যন্ত মেসির সেই রেকর্ডভাঙা গোলটা এসেছে দ্বিতীয়ার্ধে, ৬৫ মিনিটে। এবার মূল অবদান পেদ্রির, তার ব্যাকহিলের সৌজন্যে ফাঁকায় বল পেয়ে যায় মেসি। সুযোগটা এবার হাতছাড়া করেননি। ম্যাচের শেষ দিকে তার শট পোস্টে না লাগলে আরও একটা গোল পেতেন। কৌতিনহোর শট বারে না লাগলে আরও বড় ব্যবধানে জিততে পারত বার্সা। সুযোগ ভায়োডলিদও পেয়েছিল, তবে দুবার নিশ্চিত গোল বাঁচিয়েছেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান।