দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইতিমধ্যেই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে বিস্তর জটিলতা। একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপন করা নিয়ে তার উপরে ক্ষুব্ধ’ বোর্ড সদস্যরাও। ড্রিম ইলেভেনের সাথে সাথে মাই ইলেভেন সার্কেল নামক একই ধরনের একটি গ্যাম্বলিং আপের বিজ্ঞাপন করেন সৌরভ। আর এতে খুশি নয় বোর্ড সদস্যরা। তাদের মতে বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন সৌরভ কি করে বোর্ডের স্পন্সার বিরোধী অ্যাপের বিজ্ঞাপন করেন এবং এই ধরনের গ্যাম্বলিং অ্যাপের বিজ্ঞাপন আদৌ কি বিসিসিআই এর সভাপতির পক্ষে শোভনীয়? তাকি সৌরভের ভাবমূর্তিকে নষ্ট করবে না।
যদিও ইতিমধ্যেই ড্রিম ইলেভেনের কর্তা জানিয়েছেন, ব্যক্তিগতভাবে সৌরভের বিজ্ঞাপন করা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। এটা বোর্ডের আভ্যন্তরীণ বিষয়। তবে বোর্ডের এজিএমে ২৪ ডিসেম্বর নানা ধরনের প্রশ্ন ওঠার আগেই আজ মোতেরায় মুখোমুখি হচ্ছেন জয় শাহ এবং সৌরভ গাঙ্গুলী। ভারতীয় বোর্ডের বার্ষিক সভার প্রাক লগ্নে আজ একটি প্রদর্শনী ম্যাচ রয়েছে জয় শাহ একাদশ বনাম সৌরভ গাঙ্গুলী একাদশের মধ্যে। দুই দলের হয়ে মোট খেলবেন বোর্ডের আজ ২৮ জন সদস্য। বৃহস্পতিবার বোর্ডের বার্ষিক সভার ঠিক আগে আজকের এই ম্যাচ হালকা ছলে সমস্ত বিষয়গুলিকে ঠিক করে নেওয়া।
কালকের সভায় রয়েছে অনেক বড় এজেন্ডা। আইপিএল দশ দলে হবে কিনা এবং হলেও তা আদৌ এবছর সম্ভব হবে কিনা এ নিয়েও আলোচনা হবে কালকের বৈঠকের। খবর অনুযায়ী এ বছর আরো দুই দলকে আইপিএলে যোগ করতে চায়না বোর্ড। কারন তাতে প্রায় কুড়িটা ম্যাচ বেড়ে যাবে। অন্যদিকে পূর্ণ নিলামও করা দরকার। এত অল্প সময়ের মধ্যে এতগুলি সিদ্ধান্ত তাড়াহুড়োর মধ্যে নিতে চায়না বোর্ড। আর সেই কারণেই ২০২২ সাল থেকে দশদলের আইপিএলে সীলমোহর পড়তে চলেছে কাল। অন্যদিকে জাতীয় নির্বাচক কে হবেন সে নিয়েও আলোচনা হতে পারে কালকের বৈঠকে। জাতীয় নির্বাচক হওয়ার দৌড়ে ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন অজিত আগারকার, চেতন শর্মা, মনিন্দর সিংহের মতো হেভিওয়েট প্রার্থীরা। এছাড়া ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠনের বিষয়ে আলোচনা রয়েছে কাল। তবে তার আগে আজ আবার দীর্ঘদিন পর ব্যাট হাতে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট প্রশাসক হিসেবে দীর্ঘ দিন অতিবাহিত করলেও ক্রিকেটের মাঠে ব্যাট হাতে নামার সুযোগ হয়নি। আজ তার রাজকীয় ক্যারিশমা দিয়ে আবার তিনি সব প্রশ্নকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।