দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কাল বোর্ডের এজিএম সভার আগে আজ মোতেরায় ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল সৌরভ গাঙ্গুলী একাদশ এবং জয় শাহ একাদশ। দুরন্ত অর্ধশত রান করে চেনা মেজাজে ব্যাট করলেও আজও সৌরভ জেতাতে পারলেন না তার দলকে। কিন্তু এখনো যে খেলার একইরকম ধার রয়ে গেছে তার মধ্যে তা আরেকবার প্রমাণিত হলো আজ মোতেরা স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাট জয় শাহ একাদশ। নির্ধারিত ১২ ওভারে তিন উইকেট হারিয়ে ১২৮ সর্বোচ্চ রান তোলে তারা। ব্যাট হাতে মাত্র ২২ বলে ৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মোহাম্মদ আজহারউদ্দিন। তিন ওভার বল করে একটি উইকেট শিকার করেন দাদা। কিন্তু প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে নিরঞ্জন শাহর ছেলে জয়দেব শাহর ৩৮ এবং মোহাম্মদ আজহারউদ্দিনের ৩৭ রানের যোগদানের দৌলতে প্রথমে ব্যাট করে ১২৯ রানের লক্ষ্যমাত্রা দেয় সেক্রেটারি একাদশ।
জবাবে ব্যাট করতে নেমে চেনা ছন্দে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাত্র ৩২ বলে ছটি চার ও একটি ছক্কা দিয়ে সাজানো ৫৩ রানের ইনিংস খেলে তিনি বুঝিয়ে দেন কেন তাকে এখনো অফ সাইডের ভগবান বলা হয়। কিন্তু মহারাজের এই দুরন্ত ইনিংসের পরেও চার উইকেটের বিনিময়ে মাত্র ১০০ রানেই শেষ হয়ে যায় প্রেসিডেন্ট একাদশের ইনিংস এবং একদিকে অপরাজিত থেকে যান দাদা। বোর্ড সচিব জয় শাহ তুলে নেন দুটি উইকেট। হলে শেষ পর্যন্ত ২৮ রানে হারের মুখ দেখে প্রেসিডেন্ট একাদশ। কাল বোর্ডের বার্ষিক সভায় হয়তোবা অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু তার আগে পরিচিত সেই বাপি বাড়ি যা শটে তিনি যেন বুঝিয়ে দিলেন মহারাজা মহারাজাই থাকেন। শুধু সময় পার হয়ে যায়। কালকের এজিএমে প্রশ্নের মুখোমুখি হয়ে সৌরভ কি জবাব দেবেন তা হয়তো এখনো জানা যায়নি কিন্তু ব্যাট হাতে তিনি তার জবাব যে পরিষ্কার করে দিয়েছেন এ নিয়ে কোন সন্দেহ নেই।