দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সিঁরি আ-তে জুভেন্তাসের মরসুমের প্রথম হার এসেছে বছরের শেষ ম্যাচে। দলে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকলেও গোল আসেনি। এই হার যেন মানতে পারছেন না রোনাল্ডো নিজেও। তিনি নিজে ৩৬ এর দোরগোড়ায়। ম্যাচফিট থাকতে কমিয়েছেন মাঠের ওয়ার্কলোড। আর তাতে খুব একটা মাঝমাঠে এসে বল ধরে ড্রিবল করে বিপক্ষের ডিফেন্ডারদের নাস্তানাবুদ করতে দেখা যায়না। কিন্তু প্রয়োজনে যে তিনি এখনও বিপক্ষ ডিফেন্সকে নাচিয়ে রেখে দিতে পারেন, সেটা গত ম্যাচে আবার প্রমাণ করলেন। তাকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় ফ্লিওরেন্টিনা রক্ষণকে। কিন্তু জুভেন্তাস ১০ জন হয়ে যাওয়ায় দুর্দান্ত খেলেও কিছু করতে পারেননি তিনি। আবেগঘন পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে সেই হারের পর সমর্থকদের বিশ্বাস হারাতে বারণ করেন রোনাল্ডো।
সোশ্যাল মিডিয়াতে নিজের একটি ছবি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন যে কাল তারা খুব খারাপ খেলেছেন। এমন ফল মেনে নেওয়া যায় না। লিগ জিততে গেলে জয়টাকে অভ্যেসে পরিণত করতে হবে। জুভেন্টাস মাঠে সেরা হওয়ার বাইরে আর কোনও কিছু ভাবে না। তিনি আশা করেন এই ছোট্ট উইন্টার ব্রেক আগামী বছর তাদের সেরাটা বার করে আনতে সাহায্য করবে। বছর শেষ হলেও মরসুম এখনও শেষ হয়নি। প্রসঙ্গত, গত ম্যাচে গোল না পেলেও এখনও ইতালিয়ান লিগের টপ স্কোরার তিনিই।
অপরদিকে লাৎজিওর সাথে নিজেদের ম্যাচ দুর্দান্তভাবে জিতে বছরটা লিগ শীর্ষেই শেষ করলো এসি মিলান। অতিরিক্ত সময়ে থিয়ো হার্নান্দেজের গোলে ৩-২ ফলে ম্যাচ জেতে এসি মিলান। দ্বিতীয় স্থানে থাকা ইন্টারের থেকে ১ পয়েন্টে এগিয়ে তারা। ১ ম্যাচ কম খেলে মিলানের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে জুভেন্তাস।