দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ লিগে শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ফর্মের উন্নতি ঘটেছে। বাকিদের থেকে এক ম্যাচ কম খেলে এই মুহূর্তে লিগ টেবিলের ৩ নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুর্দান্ত ফর্মে রয়েছে ব্রুনো ফার্নান্দেজ, মার্কাস র্যাশফোর্ড-রা। এই অবস্থায় কাল এভার্টনের বিরুদ্ধে লিগ কাপের ম্যাচে নেমেছিল রেড ডেভিলসরা। দু একজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন কোচ ওলে গানার সলশায়ার।
ম্যাচের প্রথমার্ধে সমানে সমানে লড়াই হয়। গোটা ম্যাচে ব্রুনো, ম্যাতিচদের সমানে সমানে লড়াই উপহার দেন কালভার্ট লুইন, আন্দ্রে গোমেস-রা। কিন্তু ম্যাচের শেষদিকে জ্বলে উঠেন ম্যান ইউ ফরোয়ার্ডরা। ম্যাচের ৬৭ মিনিটে কাভানির সাথে আক্রমণে র্যাশফোর্ড, মার্শিয়ালকে জুড়ে দেন ওলে। এরপর ম্যাচের ৮৮ মিনিটে মার্শিয়ালের পাস থেকে কাভানি এবং ৯০ মিনিটে র্যাশফোর্ডের পাস থেকে মার্শিয়ালের গোলে জয় নিশ্চিত করে রেড ডেভিলসরা। এর পরে লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইউনাইটেড। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ঠা জানুয়ারি।
এরপরে ডিসেম্বর মাসে আরও দুটি ম্যাচ খেলবে হবে ইউনাইটেডকে। ইপিএলে সূচির চাপ মারাত্মক। ফলে বড়দিন এবং নতুন বছরের মধ্যে কোনও ছুটি পাবে না তারা। ডিসেম্বরে ইপিএলে লেস্টার এবং উলভসের সাথে খেলতে হবে ম্যান ইউকে। তার আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে তাদের।