দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃভারত অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্টের জন্য এমসিজিকেই নির্বাচন করল ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় উত্তর সিডনিতে কোভিড ভাইরাসের দ্বিতীয় ঢেউ যেভাবে আছড়ে পড়েছে তাতে নিউ ইয়ার টেস্ট সেখানে করা সম্ভব নয়। সেই কারণে এমসিজিকেই তৃতীয় টেস্টের ভেন্যু হিসেবে নির্বাচন করলো অস্ট্রেলিয়া বোর্ড। এ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গেও আগেই নানারকম আলোচনা করেছিল তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে,” নিউ সাউথ ওয়েলসে জনতার শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই মুহূর্তে সিডনিতে টেস্ট খেলা সম্ভব নয়। এই কারণে ভিক্টোরিয়া সরকারের সাথে পরামর্শ করে তৃতীয় টেস্ট খেলানোর জন্য মেলবোর্নকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজের চতুর্থ টেস্ট খেলা হবে ব্রিসবেনের গ্যাবায়।”
দ্বিতীয় টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়া এবং ভারত দুই দলই এখন রয়েছে মেলবোর্নে। বক্সিং ডে টেস্ট শুরু হতে চলেছে ২৬ ডিসেম্বর। যদিও সিডনি এবং ব্রিসবেনে তৃতীয় এবং চতুর্থ টেস্ট খেলার কথা ছিল কিন্তু এই প্যানডেমিক পরিস্থিতিতে তা এখন আর সম্ভব নয়। ইতিমধ্যেই সমস্ত সীমানা বন্ধ করে দিয়েছে নিউ সাউথ ওয়েলস সরকার। বিশেষত গত কয়েকদিনে যেভাবে করোনার নতুন ঢেউ আছড়ে পড়েছে সিডনিতে তারপর সেখানে আদৌ খেলা সম্ভব কি না তা নিয়ে যথেষ্ট চিন্তায় ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
যদিবা সিডনিতে তৃতীয় টেস্ট করানো হয় তাহলে যথেষ্ট সমস্যায় পড়তে হবে ব্রডকাস্টার মিডিয়া এবং অন্যান্য স্টাফেদের। কারণ নিউ সাউথ ওয়েলস থেকে ব্রিজ ভেঙে যাওয়ার পর আবার কোয়ারেন্টাইন করতে হবে তাদের। আর সেই কারণেই অস্ট্রেলীয় বোর্ডের প্রথম পছন্দ মেলবোর্ন।