দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ লা লিগায় টানা পাঁচটি ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতা ধরলে টানা ছটি ম্যাচ জিতে ফেলেছে জিদানের ছেলেরা। দুর্দান্ত ফর্মে রয়েছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। কাল রাতের খেলায় আরও একবার গোল করলেন। ছন্দ ফিরে পাওয়া বেনজেমা, র্যামোস-রা কাল জিতে ছুঁয়ে ফেলল লিগের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে।
কাল রাতে নিজেদের সাম্প্রতিক ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে গ্রানাডাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। প্রথমার্ধের তেমন ভালো না খেললেও দ্বিতীয়ার্ধে ২ বার বল জালে জড়ায় রয়্যাল হোয়াইটসরা। বেনজেমা ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর গোলে ম্যাচ জিতে নেয় রিয়াল। গোলের সুযোগ অবশ্য পেয়েছিল গ্রানাদাও। নিজেদের ভুল সত্ত্বেও দুবার গোল হজম করা থেকে বেঁচে যায় রিয়াল। রাফায়েল ভারানের ফর্ম দিন দিন চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের। প্রথম মিনিটেই ফ্রেঞ্চ ডিফেন্ডার বল উপহার দেওয়ার পরও গোল পায়নি গ্রানাডা। অষ্টম মিনিটে গোলরক্ষক থিবো কুর্তোয়া বল ধরতে গিয়ে তালগোল বাঁধালেও সুযোগ লুফে নিতে পারেননি গ্রানাডার কেনেদি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গ্রানাডাকে চেপে ধরে আয়োজকরা। ৫৫ মিনিটে মার্কো অ্যাসেনসিয়োর দুর্দান্ত ব্যাকহিল পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু তার ঠিক দুই মিনিট পরেই বাম প্রান্ত থেকে অ্যাসেনসিয়োর ক্রসে ছয় গজের বক্সের ভেতর থেকে হেড করে লক্ষ্যভেদ করেন কাসেমিরো। তারপর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গ্রানাডাকে হজম করতে হয় আরেকটি গোল। ইস্কোর কাছ থেকে বল পেয়ে ডানপ্রান্ত দিয়ে এগিয়ে-ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে দুর্দান্ত গোল করেন বেনজেমা। চলতি মৌসুমের লিগে এটি তার অষ্টম গোল। লা লিগায় সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন তিনি। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে রিয়াল। দুই ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে মেসিরা আপাতত রয়েছে পাঁচে।