দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফের কোহলির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুললেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ওপেনার সুনীল গাভাস্কার। ইতিমধ্যেই অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। কিন্তু পূর্বের সিদ্ধান্তের পরিবর্তন না ঘটিয়ে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন বিরাট কোহলি। এই সিদ্ধান্ত এখনো মেনে নিতে পারছেন না গাভাস্কার। এর আগেও কোহলির বিরুদ্ধে এই বিষয়ে মুখ খুলেছিলেন তিনি। এদিন তিনি বলেন,”আইপিএল এর প্লেয়ার যখন চলছিল তখন প্রথমবারের জন্য বাবা হন নটরাজন। কিন্তু ওকে বলা হয়েছিল অস্ট্রেলিয়া সিরিজের জন্য ওকে থেকে যেতে হবে। শুধু তাই নয় ও তো তখন ভারতীয় দলে ছিল না ছিল নেট বোলার। ভাবুন একবার একজন ম্যাচ উইনারকে বলা হচ্ছে (এই ফরম্যাটের) নেট বোলার হতে।”
টি নটরাজনের এই উদাহরণ টেনে এনে এদিন কোহলিকে সরাসরি আক্রমণ করেন গাভাস্কার। তার মতে ভারতীয় দলে একেক জনের জন্য একেক রকম নিয়ম। এটাই এখন ভারতীয় ক্রিকেট। অনেকেই চার মাস নিজের সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না। আবার অনেকেই যা বলছেন তাই মেনে নেওয়া হচ্ছে। গাভাস্কার বলেন,”নেট বোলার তো বটেই এমনকি বাবা হওয়ার সময়ও তাকে ছুটি দেওয়া হচ্ছে না। জানুয়ারির তৃতীয় সপ্তাহের আগেও দেশে ফিরতে পারবে না এমনকি মেয়ের মুখও দেখতে পাবে না। উল্টোদিকে টিমের অধিনায়ক বাবা হবেন বলে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসছেন। একেক জনের জন্য একেক রকম নিয়ম। এটাই এখন ভারতীয় ক্রিকেট। নটরাজনকেই জিজ্ঞেস করে দেখুন না?”
কোহলির বিরুদ্ধে এ ধরনের সমালোচনা এই প্রথম নয়। এর আগেও দলে যোগদান এবং বাদ পরাকে কেন্দ্র করে মুখ খুলেছিলেন বীরেন্দ্র সেওয়াগের মতো তারকারা। তিনি এও বলেন এক একজনের পারফর্মেন্স বিচার করা হয় এক এক রকম ভাবে। কখোনই যখন ব্যর্থ হন তখন তার জন্য কোন নিয়ম খাটে না। অথচ অন্যরা দু একটি ম্যাচে ব্যর্থ হলেই তাদেরকে দলের বাইরে বের করে দেওয়া হয়।