দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফুটবলের রাজপুত্র মারাদোনার ক্লাবের মুখোমুখি ফুটবল সম্রাট পেলের ক্লাব। হ্যাঁ এমনটাই ঘটতে চলেছে লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তাডোরেস-এ। মুখোমুখি হতে চলেছে মারাদোনার একসময়ের ক্লাব ‘বোকা জুনিয়র্স’ এবং পেলের সবচেয়ে প্রিয় ক্লাব ‘স্যান্টোস’। এই প্রতিযোগিতাটিকে লাতিন আমেরিকান চ্যাম্পিয়নস লিগ বলে ধরে নেওয়া যেতে পারে। লাতিন আমেরিকার দেশগুলির শ্রেষ্ঠ ক্লাবগুলি এই প্রতিযোগিতায় একে অপরের মুখোমুখি হয়। আর এখন এই প্রতিযোগিতার সেমিফাইনালেই মুখোমুখি হতে চলেছে দুই কিংবদন্তির ক্লাব।
আর্জেন্টিনারই ক্লাব ‘রেসিং ক্লাব’কে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে বোকা জুনিয়র্স। প্রথম পর্বের খেলায় ১-০ ফলে হেরে গেলেও নিজেদের মাঠে রেসিং-কে ২-০ ফলে হারিয়ে এগ্রিগেট স্কোরে বাজিমাত করে সেমিফাইনালে পৌঁছলো মারাদোনার ক্লাব। অপরদিকে ব্রাজিলেরই ‘ক্লাব বিশ্বকাপ’-এর ফাইনাল খেলা ক্লাব ‘গ্রেমিও’-কে ৫-২ এগ্রিগেটে হারিয়ে সেমিতে পৌঁছেছে স্যান্টোস।
১৯৮১ থেকে ১৯৮২ অবধি এবং ১৯৯৫ থেকে ১৯৯৭ অবধি দুটি পর্যায়ে বোকা জুনিয়র্সের হয়ে মোট ৭০ টি ম্যাচ খেলেছেন দিয়েগো মারাদোনা। ক্লাবের হয়ে তার মোট রয়েছে ৩৫ টি গোল। অপরদিকে ১৯৫৬ থেকে ১৯৭৪ অবধি দীর্ঘ ১৮ বছর স্যান্টোসের সাদা কালো জার্সিতে মাঠে দাপিয়ে খেলেছেন পেলে। মোট ৬৪৩ টি গোল তিনি করেছেন সেই ক্লাবের হয়ে। তাই ৭ এবং ১৪ই জানুয়ারি যখন একে অপরের মুখোমুখি হবে ক্লাবটি, তখন গোটা বিশ্বের নজর থাকবে সেই দুটি ম্যাচের দিকে।