দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আচমকাই কোচ ছাঁটাই করলো নেইমার জুনিয়রের ক্লাব। গত মরশুমে ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলানো টমাস টুচেলকে ছেঁটে ফেললো প্যারিস সেন্ট জার্মেইন। এই খবরের জন্য প্রস্তুত ছিল না ফুটবল বিশ্ব। তাই যারা নিয়মিত ইউরোপিয়ান ফুটবলের খবরাখবর রেখে থাকেন, তাদের অনেকেই পিএসজি-র এই সিদ্ধান্তে বেশ খানিকটা আশ্চর্য হয়েছে। শোনা যাচ্ছে জার্মান কোচের পরিবর্ত হিসাবে প্রাক্তন টট্যেনহ্যাম ম্যানেজার মৌরিসিও পচেত্তিনো-কে নিয়ে আসতে পারে পিএসজি।
পিএসজির এই সিদ্ধান্ত আরও আশ্চর্যজনক বলে গণ্য হচ্ছে কারণ কাল রাতেই টুচেলের পিএসজি স্টার্সবার্গ-কে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। দুর্দান্ত ফুটবল খেলেছেন দি-মারিয়া, এমব্যাপে-রা। এই মুহূর্তে লিগে তিন নম্বরে রয়েছে পিএসজি। কিন্তু প্রথম স্থানে থাকা লিয়নের থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে তারা।
৪৭ বছর বয়সী কোচকে আচমকাই ছেঁটে ফেলার কোনও কারণ আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে না। এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি নেইমার, এমব্যাপেদের। সেদিকে নজর রাখছে সংবাদমাধ্যম। এমনও নয় যে শুধুমাত্র ঘরোয়া প্রতিযোগিতাতেই সাফল্য পেয়েছিলেন টমাস টুচেল। ক্লাবের ইতিহাসে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পিএসজি গতমরশুমে তার কোচিংয়েই খেলেছিল। এই বছরও নিজেদের গ্রূপে শীর্ষস্থান দখল করেই নক-আউটে পৌঁছেছে পিএসজি। ফলে ব্যাপারটির পেছনে অন্য কোনও কারণ আছে কিনা সেই নিয়েও চিন্তিত ফুটবলমহল।