দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ২০২২ সাল থেকে ১০ দলে হতে চলেছে আইপিএল। বৃহস্পতিবার আমেদাবাদে বোর্ডের বার্ষিক সভায় এমনই নির্ণয়ে সীলমোহর দিল বিসিসিআই। পাশাপাশি এদিন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার আইসিসির নির্ণয়কেও সমর্থন জানাল তারা। আইসিসি চায় টি-টোয়েন্টি ক্রিকেটকে দ্য গ্রেট শো অব আর্থ অলিম্পিকে যোগ করা হোক। একইসঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেট বন্ধ থাকার কারণে এতদিন খেলোয়াড়দের মধ্যে যে আর্থিক সংকট তৈরি হয়েছে তাদের সাহায্য জানানোর কথা ঘোষণা করেছে বোর্ড।
এমনিতেই আইপিএল সাধারণত ৮ দলেই অনুষ্ঠিত হয়। তবে মাঝে কোচি টাস্কার্স কেরালা এবং পুনে ওয়ারিয়র্সের অন্তর্ভুক্তির পর ১০ দলে আইপিএলে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তা বেশিদিন চলেনি পরের বছরই নিজেদেরকে সরিয়ে নেয় কোচি। ফলে সেবার নয় দলের মধ্যে টুর্নামেন্ট করা হয়। পরে দুই মরসুমের জন্য চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলস নির্বাচিত হবার পর গুজরাট লায়ন্স এবং রাইজিং পুনে সুপার জায়েন্টস এই দুই দলকে আইপিএলে অন্তর্ভুক্ত করে বোর্ড। তবে ২০১৮ সালে রাজস্থান এবং চেন্নাই ফিরে আসার পর গুজরাট এবং পুনেকে আবার সরিয়ে নেওয়া হয়। তাই এবার ধীরে চলার নীতি নিয়েছে বোর্ড। শোনা যাচ্ছে লখনৌ এবং আমেদাবাদ থেকে যুক্ত হতে পারে দুটি দল।
অন্যদিকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্তকে সমর্থন জানানোর পাশাপাশি এদিন আইসিসির বোর্ডে ডিরেক্টর হিসেবে সৌরভ গাঙ্গুলীর নাম প্রস্তাব করেন বোর্ড সদস্যরা। সৌরভের অনুপস্থিতিতে সেই দায়িত্ব পালন করবেন জয় শাহ। আজ বোর্ডের সহ-সভাপতি হিসেবে রাজীব শুক্লা নামের পাশে আনুষ্ঠানিকভাবে সীলমোহর দেওয়া হয়। একইসঙ্গে ইউ জানানো হয় যে ঘরোয়া ক্রিকেট শুরু হবে সৈয়দ মুস্তাক আলী ট্রফি দিয়েই।