দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ১০ টাকার আম্মা ক্যান্টিনের আদলে এবার ১ টাকায় ক্যান্টিন খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। এদিন দিল্লিতে এই ক্যান্টিনের উদ্বোধন করেন তিনি। এক টাকাতেই এখানে মিলবে পেট ভর্তি খাবার। সব থেকে বড় কথা পেট না বললে আরো খাবার পাওয়া যাবে ওই একই টাকাতে। যে কদিন ক্রিকেট খেলেছেন সে কদিন সম্মানের সঙ্গে নিজের ব্যাট হাতে রাজ করেছেন গম্ভীর। ২০০৭ এ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জয়েরও অন্যতম নায়ক ছিলেন তিনি। এছাড়া কলকাতা নাইট রাইডার্স-এর অধিনায়ক হিসেবে দুবার আইপিএল জয়ের খেতাব রয়েছে তার নামের পাশে।
ক্রিকেট থেকে বিদায় নেবার পর অন্য রূপে জনতার দরবারে নিজেকে নিয়ে আসেন গৌতম। বিজেপি দলের সঙ্গে যোগ দিয়ে জয়ী হন দিল্লিতে। তারপর থেকেই একের পর এক জনমুখী পরিকল্পনা নিয়েছেন প্রাক্তন এই বর্ষীয়ান ক্রিকেটার। লকডাউনের সময় ও নানা ভাবে মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তিনি। একদিকে যেমন দিল্লি সরকারকে তীব্র সমালোচনা করতে দ্বিধা করেননি তিনি তেমনি অন্যদিকে প্যানডেমিক চলাকালীন দিল্লি সরকারের দিকে নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দিতেও দ্বিধা করেননি গম্ভীর।
ভেন্টিলেটর থেকে শুরু করে নানা সাহায্য করায় সবসময়ই তৎপর ছিলেন তিনি। ক্রিকেট তথা ব্যক্তিগত জীবনেও স্পষ্টবাদী বলেই পরিচিত গৌতম। তবে তার জনমুখী পরিকল্পনা মানুষের সাহায্যার্থে বারবার যে কাজে লেগেছে এ নিয়ে কোন সন্দেহ নেই। একদিকে যেমন ক্রিকেটার হিসেবেও সারাজীবন স্বচ্ছ থেকেছেন তেমনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে একের পর এক জনমুখী কাজে প্রথমেই নাম শোনা গেছে গম্ভীরের। এবারও সেরকমই এক উদ্যোগ নিলেন গৌতম। কোভিড প্যানডেমিকের পর দিল্লিতে দারিদ্র্য স্বাভাবিকভাবেই গ্রাস করেছে মানুষকে। এই দারিদ্র্যের সঙ্গে মোকাবিলা করতেই গৌতমের জনমুখী এই পরিকল্পনা।
‘সবার জন্য খাবার’ এই পরিকল্পনা থেকেই গৌতম এর মাথায় আসে এই প্রকল্প। তারপর তার সঠিক রূপায়ণও করেছেন তিনি। নিজের টুইটার থেকেই এ দিন ক্যান্টিনের ছবি শেয়ার করেন গৌতম। ইতিমধ্যেই ভক্তদের মাঝে ভাইরাল হয়ে উঠেছেন তিনি।