25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    গ্রেফতারির পরেও রায়নার পাশেই থাকছে সিএসকে, তারকার আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন তারা!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রায়নার ভবিষ্যৎ নিয়ে এবার মুখ খুললো খোদ সিএসকে শিবির। দুবাইয়ে আইপিএলে যথেষ্ট খারাপ প্রদর্শন করেছে চেন্নাই সুপার কিংস। তার অন্যতম কারণ ছিল সুরেশ রায়নার মিডিল অর্ডারে অনুপস্থিতি।গত সংস্করণে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে নাম তুলে নিয়েছিলেন সুরেশ রায়না। তারপর যথেষ্ট জলঘোলা হয়েছে এই বিষয় নিয়ে। নিজেদের ওয়েবসাইট থেকে তার নাম সরিয়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। চেন্নাই সমর্থকদের মধ্যেও যথেষ্ট ট্রোলড হয়েছিলেন মিস্টার আইপিএল। অনেকেই বলেছিলেন হোটেল রুমের অব্যবস্থা নিয়েই চেন্নাই টিম ম্যানেজমেন্টের সাথে মন-কষাকষি হয় রায়নার।

    আর সেই কারণেই আইপিএল থেকে সরে দাঁড়ান এই তারকা ক্রিকেটার। এরপর গড়িয়েছে বহু জল। ইতিমধ্যেই রায়না জানিয়েছেন এবারের আইপিএল সংস্করণে মাঠে ফিরবেন তিনি। কিন্তু চেন্নাইয়ের হয়ে খেলবেন কিনা তা অবশ্য জানা যায়নি। এরই মাঝে মুম্বাইয়ের একটি পাবে উপস্থিত থাকার সময় কোভিড নিয়ম লঙ্ঘন করে মুম্বাই পুলিশের হাতে ধরা পড়েন তিনি। যদিও রায়না জানিয়েছিলেন নিয়ম না জানাতেই এ ধরনের ভুল হয়ে যায় তার। আর এর পরেই জামিনে মুক্তি পান এই তারকা ক্রিকেটার।

    রায়নাকে নিয়ে চারদিকে আলোচনা যখন সরগরম তখনই এবার মুখ খুললো সিএসকে শিবির। মুম্বই মিরর-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিএসকে এক আধিকারিক জানিয়ে দিয়েছেন, “রায়না আমাদের সঙ্গেই থাকছেন। ওঁর সঙ্গে বিচ্ছেদের কোনো প্রশ্নই নেই।”

    একই সঙ্গে রায়নার গ্রেপ্তারির ব্যাপারেও মুখ খুলেছেন তারা। রায়নার ইফতারিতে তাদের পরিকল্পনায় যে কোনো প্রভাব পড়বে না সে কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। একই সাক্ষাৎকারে ওই আধিকারিক বলেন “প্রচারমাধ্যম থেকেই আমরা ওঁর গ্রেফতারের বিষয়ে জানতে পেরেছি। এর সঙ্গে আমাদের পরিকল্পনায় কোনো বদল ঘটবে না। ও আমাদের সঙ্গেই থাকছে।”

    আইপিএলে সুরেশ রায়নার পারফরম্যান্স প্রশ্নাতীত। ২০০৮ থেকেই রায়না সিএসকে পরিবারের সদস্য তিনি। চেন্নাইয়ের নির্বাসনকালে একবার গুজরাট লায়ন্সের অধিনায়কত্ব করলেও তারপর থেকে সিএসকের সঙ্গেই রয়েছেন তিনি। সিএসকের তিনবার ট্রফি জয়েই অবদান রয়েছে সুরেশের। সিএসকের হয়ে মোট ৪৫২৭ রান করেছেন তিনি।যা চেন্নাইয়ের সমস্ত রানগেটারদের তালিকায় সর্বোচ্চ। সবমিলিয়ে রায়না আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এ পর্যন্ত ১৯৩ ম্যাচে ৫৩৬৮ রান করেছেন তিনি।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...