দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মাথাটা কি সত্যিই খারাপ হয়ে গেছে। এর আগেও বারংবার বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নিন্দার সম্মুখীন হয়েছেন শোয়েব আকতার। এই পাক জোরে বোলার দেশের সমালোচনায় মুখর হয়েছেন একাধিকবার। এবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে ফের ভাইরাল শোয়েব। ক্রিকেট নিয়ে তিনি ঠিকঠাকই বলছিলেন। তবে এদিন হঠাৎ মন্তব্য করে বসেন ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।
মহিলা সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন পুরনো বইতে লেখা আছে একদিন ভারত দখল করবে পাকিস্তান এবং মধ্য এশিয়ার ফৌজ। এই পাক তারকা বলেন, “আজকের কথা নয় পুরনো বইতে লেখা আছে গাজ ওয়া এ হিন্দ হবে। অর্থাৎ যা হলো এক ধরনের ধর্মযুদ্ধ। তাতে এক সম্প্রদায়ের মানুষকে হারিয়ে মুসলিম ফৌজ জয়লাভ করবে। তারপর সম্পূর্ণ ভারতবর্ষকে মুসলিম দেশ গড়ে তোলা হবে।”
এদিন এখানেই থামেননি শোয়েব। তিনি আরো বলেন,”লড়াইয়ে এত রক্তপাত হবে যে অ্যাটকের নদী রক্তে লাল হবে দুবার। সিরিয়া থেকে শুরু করে আফগানিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান থেকে এই ধর্মযুদ্ধে মানুষ অংশগ্রহণ করবে এবং ভারত দখল করবে।”তাই সবার আগে পাক সেনাবাহিনীর কাশ্মীর দখল করা উচিত বলেও এদিন মন্তব্য করেন শোয়েব। ভারত কাশ্মীরের ওপর অত্যাচার করে আসছে এই দাবি অনেকদিনই তুলেছে পাকিস্তান। যদিও সেভাবে দাবি ধোপে টেকেনি। কিন্তু শোয়েবের এই উক্তিতে ইতিমধ্যেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
বিশেষত নিন্দা করেছেন অনেকেই। এমনকি এই পাক পেসারের দাবি মানতে রাজি নন ইসলাম বুদ্ধিজীবীরাও। তারা বলেন কোনো বইতেই এমন সম্ভাবনার কথা উল্লেখ করা নেই। শোয়েবের শুধু পাকিস্তান নয় ভারতীয় রয়েছে যথেষ্ট ফ্যান। অনেকেই পছন্দ করেন তাঁর ক্রিকেট বিষয়ক আলোচনা। তাছাড়া ক্রিকেট জীবনেও যথেষ্ট সমর্থকদের ভালোবাসা পেয়েছেন তিনি। তার এই মন্তব্যে তাই ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরাও।