দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আশঙ্কা যেমন ছিল ফলও হলো তেমনি। অ্যাডিলেড টেস্টের খারাপ ব্যাটিং পারফরমেন্সের জেরে বাদ পড়লেন ঋদ্ধিমান। গত টেস্টের মতই আজও মেলবোর্ন টেস্টে একদিন আগে নিজেদের দল ঘোষণা করল ভারত। জল্পনা ছিল প্রথম টেস্টের খারাপ ফলাফল এর পর বেশ কিছু পরিবর্তন আনা হবে ব্যাটিং লাইনআপে। এই জল্পনা যে সত্যি তা আরও একবার প্রমান হয়ে গেল বিসিসিআইয়ের আজকের টুইটে।আজ কিছুক্ষণ আগেই বিসিসিআইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে দল ঘোষণা করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
যেমন জানা যচ্ছিল তেমনই বিরাটের পরিবর্তে এই দলের দায়িত্ব সামলাবেন অজিঙ্কা রাহানে। সহ-অধিনায়ক হিসেবে দল নির্বাচিত করেছে চেতেশ্বর পুজারাকে। সবচেয়ে বড় খবর হল, দীর্ঘ পরিকল্পনার পর টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটতে চলেছে শুভমান গিলের। পৃথ্বী শয়ের পরিবর্তে আজ প্রথম একাদশে জায়গা পেয়েছেন তিনি। দুরন্ত ফর্মের কারণে আরো আগেই তার টেস্টে অভিষেক হওয়া দরকার ছিল কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে তবে আপাতত কঠিন পরীক্ষা গেটের সামনে। দলে শুভমান গিল এর অন্য ওপেনিং পার্টনার হলেন মায়াঙ্ক আগারওয়াল। কিন্তু আশ্চর্যের কথা হল দলে স্থান পাননি কে এল রাহুল। দুরন্ত ফর্মে থাকার সত্বেও কেন অস্ট্রেলিয়ায় স্থান পেলেন না কেল রাহুল তা নিয়ে প্রশ্ন উঠতে পারে? তবে দলে ক্ষেত্রে ব্যাক করেছে হনুমা বিহারিকেই।এছাড়া দলে এসেছেন রবীন্দ্র জাদেজা। এবং মোহাম্মদ শামির জায়গায় কাল টেস্টে অভিষেক হবে মোহাম্মদ সিরাজের।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক কাল ভারতের প্রথম একাদশঃ
১.অজিঙ্কা রাহানে (অধিনায়ক)
২.মায়াঙ্ক আগারওয়াল
৩.শুভমান গিল
৪.চেতেশ্বর পুজারা (সহ-অধিনায়ক)
৫.হনুমা বিহারি
৬.ঋষভ পান্থ (উইকেটকিপার)
৭.রবীন্দ্র জাদেজা
৮.রবীচন্দ্রন অশ্বিন
৯.উমেশ যাদব
১০.যশপ্রীত বুমরাহ
১১.মোহাম্মদ সিরাজ
কে এল রাহুলের দলে না থাকা সত্যিই যথেষ্ট আশ্চর্যজনক। কারণ বিরাট কোহলির পরিবর্তন হিসেবে প্রথম থেকেই দেখা হচ্ছিল রাহুলকে। যদিও তার চোট আছে কিনা সে নিয়ে এখনো কিছু জানানো হয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট তরফে। তবে বিরাটের পরিবর্তন হিসেবে রাহুল না থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে অনেকটাই ব্যাকফুটে থাকবে ভারত এ নিয়ে কোন সন্দেহ নেই।