দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বড়দিনে বিভিন্ন ক্রীড়াবিদই নিজের ভক্তদের উইশ করে থাকেন। সেই তালিকা থেকে বাদ গেলেন না স্বয়ং ক্রিকেট ঈশ্বরও। ভক্তদের খুব অভিনব উপায়ে বড়দিনের শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সকলের সামনে এলেন বুড়ো সান্তার বেশে। লাল পোশাক, সঙ্গে সাদা দাড়িতে সচিন হলেন সান্তা ক্লজ।
https://www.facebook.com/344128252278047/posts/3879071168783720/
ভিডিয়ো বার্তায় সচিন তেন্ডুলকর বলেছেন,- “সকলকে মেরি ক্রিসমাস। ক্রিসমাস মানেই ঐক্যের উৎসব। ক্রিসমাস মানেই গিফট। আসুন আমরা সকলের জন্য ছোট্ট উপায়ে এই উৎসবকে আরও বিশেষ করে তুলি। সকলকে আশীর্বাদ।”
নিজের গোটা ক্রিকেট কেরিয়ারে বরাবরই সচিন নিজের ব্যাক্তিত্বের গাম্ভীর্য ধরে রাখতেন। তবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বেশ সপ্রতিভ সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভক্তদের সঙ্গে তিনি সংযোগ রেখে চলেছেন বেশ হাসিখুশি ভাবেই। ক্রিসমাসের শুভেচ্ছাকে সেই ঘটনারই একটা উদাহরণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে।