দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফের করোনা আতঙ্কে পিছিয়ে গেল আসন্ন বছরে অনুষ্ঠিত হতে চলা দুটি গুরুত্বপূর্ণ স্পোর্টিং ইভেন্ট। করোনার নতুন স্ট্রেনের আতংক বাড়তেই অনূর্ধ্ব ২০ ও ১৭ বিশ্বকাপ বাতিল করার সিদ্ধান্ত নিল ফিফা। ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই দুটি টুর্নামেন্টই। দুই ইভেন্টই পরে কোথায় আয়োজিত হবে সেটাও জানিয়ে দিল বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। ২০২৩-এর মহিলা ফুটবল বিশ্বকাপ নিয়েও বড় সিদ্ধান্ত নিল ফিফা।
বৃহস্পতিবার ফিফার তরফ থেকে জারি করা হয়েছে একটি বিবৃতি। তাতে জানানো হয় যে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বিশ্বকাপের মতো ক্রীড়া ইভেন্টগুলি আয়োজন করা বেশ চ্যালেঞ্জের। আয়োজক ও অংশগ্রহণকারী দেশ এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে ২০২১-এর বড় দুই ফুটবল টুর্নামেন্ট তাই বাতিল করার সিদ্ধান্তটাই ফিফার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে।
ফিফা জানিয়ে দিয়েছে ইন্দোনেশিয়ায় ২০২১-এর পরিবর্তে ২০২৩ সালে বসবে পুরুষদের অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের আসর। একই বছর পুরুষদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ পেরুতে হবে বলে জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা। অন্যদিকে ২০১৯ সালের সাফল্য থেকে উৎসাহীত হয়ে ২০২৩ সালের মহিলাদের ফুটবল বিশ্বকাপে ৩২টি দলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এর জন্য এশিয়ান ফুটবল ফেডারেশনের জন্য ইভেন্টে স্লট সংখ্যা বাড়িয়ে ৬ করা হয়েছে। আফ্রিকান ফুটবল কনফেডারেশন বা সিএএফ থেকে চারটি দল সরাসরি টুর্নামেন্টে অংশ নিতে পারবে। কনকাকাফ থেকে চার, কনম্বল থেকে তিন, ওএফসি থেকে এক এবং ইউয়েফা থেকে এগারোটি দেশের ডাইরেক্ট স্লট থাকবে ২০২৩ মহিলা বিশ্বকাপে।