দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলে ছন্দে ফেরা চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। চেন্নাইয়ান এফসি ধারে, ভারে, ফর্মে অনেকটাই এগিয়ে। দুবারের আইএসএল চ্যাম্পিয়ন ও গতবারের রানার্স আপরা এবারের আইএসএলটা জয় দিয়ে শুরু করলেও বেঙ্গালুরু ও মুম্বাইয়ের মতো দুই হেভিওয়েট দলের কাছে পরপর হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলো। তবে শেষ ম্যাচে এফসি গোয়ার মতো দলের বিরুদ্ধে ২-১ ফলে জয়ে তাদের হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে।
চেন্নাইয়ান এফসি-র কোচ লাজলো গতবারের ভারতীয় ফুটবলারদের ওপর ভরসা করে দল সাজাচ্ছেন। বিদেশীদের মধ্যে ব্রাজিলিয়ান রাফায়েল ক্রিভেলারোর ফর্মে ফেরার ঘটনা স্বস্তি দিচ্ছে তাদের। চেন্নাইয়ানের ভারতীয় ব্রিগেডের তুলনায় ইস্টবেঙ্গল ব্রিগেডের কোনও তুলনা হয় না। তবে মহম্মদ রফিক, তম্বা সিং দেবজিৎ মজুমদারদের ফর্ম একটু স্বস্তি দেবে ফাওলারকে। জার্সির গুরুত্ব বুঝে রফিক প্রতি ম্যাচেই নিজের জান লড়িয়ে দিচ্ছেন। গতম্যাচে গোলে অবদান রেখেছেন। কিপিংয়ে অনবদ্য দেবজিত। আউটিং এবং ডিস্ট্রিবিউশনে সমস্যা থাকলেও তা পুষিয়ে দিচ্ছেন অসামান্য রিফ্লেক্স দিয়ে। সতেরো বছর বয়সী হাওবাম তোম্বা সিং ছিলেন গতম্যাচের সারপ্রাইস প্যাকেজ। কাল নজর থাকবে তাঁর দিকেও। এছাড়া স্টেইনম্যান, ম্যাঘোমা, পিলকিংটনের ত্রিফলা আক্রমণও যেকোনো ডিফেন্সকে সমস্যায় ফেলতে পারে।
এসসি ইস্টবেঙ্গল সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
দেবজিৎ মজুমদার
রক্ষণ-
শেহনাজ, ফক্স, নেভিল
মাঝমাঠ-
সুরচন্দ্র, স্টেইনম্যান, রফিক, তম্বা, নারায়ণ দাস
আক্রমণ-
ম্যাঘোমা, পিলকিংটন
চেন্নাইয়ান এফসি সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক- বিশাল কাইথ
রক্ষণ- রিগান সিং, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়লা
মাঝমাঠ- দীপক টাংরি, রাফায়েল ক্রিভেয়ারো, ইসমা
আক্রমণ- লালিয়ানজুয়ালা ছাংগতে, এসমায়েল গঞ্জালেস, জাকুব সিলভেস্ত্রের।