দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারত অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মেলবোর্নে লড়াইয়ে নেমেছিলেন দুই পক্ষ। একদিকে রাহানের নেতৃত্বে ছিল এক তরুণ ভারত। আর অন্যদিকে টিম পেইন চাইছিলেন ২-০ ব্যবধানে নিজেদের লীডকে আরেকটু বাড়িয়ে নিতে। আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন।
আজ শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার জন্য। বুমরাহের বলে খাতা খোলার আগেই ফিরে যান জো বার্ন্স। তবে গত ম্যাচের মতোই এই ম্যাচেও ভালো ছন্দে ছিলেন ওয়েড এবং লাবুশানে। অস্ট্রেলিয়াকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। যথেষ্ট লড়াই চালান এই দুই ব্যাটসম্যান। কিন্তু তিনটি চার দিয়ে সাজানো ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে রবীচন্দ্রন অশ্বিনের ঘূর্নি জালে সাজঘরে ফেরেন ওয়েড। গত টেস্টের প্রথম ইনিংসের মতই এই টেস্টেও খাতা খুলতে অসমর্থ হন স্টিভ স্মিথ। অশ্বিনের বলেই আবারও পূজারার হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি।
ফলে অস্ট্রেলিয়ার সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে ট্রাভিস হেড এবং মার্নাস লাবুশানের উপরে। এখনো অবধি ভোজন বিরতি পর্যন্ত ক্রীজে অপরাজিত রয়েছেন দুজনেই। ৬৮ বলে তিনটি চার দিয়ে সাজানো ২৬ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন লাবুশানে। অন্যদিকে ট্রাভিস হেড রয়েছেন ৪ রানে। ভোজন বিরতি অবধি ৩ উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়ার স্কোর ৬৫ রান।