দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অভিনব উদ্যোগ আইএসএল কর্তৃপক্ষের। আইএসএলে রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে বেশ কয়েকদিন আগেই। এবার প্রতিটি ক্লাবের হেড কোচ, প্রতিনিধি এবং এআইএফএফ-এর ম্যাচ রেফারীদের মধ্যে কথা হওয়ার একটি ব্যবস্থা করলো তারা। পিজিএমওল বা প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়াল লিমিটেড, যারা কিনা প্রিমিয়ার লিগের সঙ্গেও যুক্ত, তাদের মুখপাত্ররাও উপস্থিত থাকবেন এই বৈঠকে। নিজেদের অভিজ্ঞতা দিয়ে তারা গাইড করবেন ভারতীয় রেফারীদের।
বৃহস্পতিবার এই মিটিং আয়োজিত হয়েছিল। প্রতিটি দলের কোচ এবং মুখপাত্রদের সাথে রেফারিরা যাতে ভাব বিনিময় করতে পারে, সেটিকেই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য ধরা হয়েছিল। ম্যাচ পরিচালনার সময় যাতে সেই প্রক্রিয়াটি যতটা সম্ভব ত্রুটিমুক্ত হয়, সেটিকেই নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বৈঠকে। রেফারিংয়ের মানের উন্নতি ঘটলে টুর্নামেন্টের মানেরও উন্নতি ঘটবে, এ ব্যাপারে সবাই একমত।
আপাতত প্রাথমিক ধাপ হিসাবে একটি সময় নির্দিষ্ট করা হয়েছে যেই সময়ে প্রতিটি ম্যাচের আগে দুই দলের কোচরা একটি নির্দিষ্ট সময় ধরে ম্যাচে হতে চলা রেফারিং যাতে ত্রুটিপূর্ণ হয়, সেই ব্যাপারে আলোচনা করবেন। এখনই বাইরে থেকে রেফারি আনার বদলে এই প্রক্রিয়া অনেকেরই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে।