দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রথম সেশনে অশ্বিনকে সামলাতে হিমশিম খেয়েছিলেন অজিরা। বার্নস, ওয়েড, স্মিথ-কে দ্রুত হারিয়ে ধুঁকছিল অজিরা। বার্নস-কে ফিরিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন বুমরাই। এরপর অশ্বিনের ঘূর্ণিতে ৩৫ এবং ৩৮ রানে ফিরেছিলেন। তারপর পরিস্থিতি খানিকটা সামাল দিয়েছিল লাবুশানে এবং ট্রাভিস হেডের জুটি। প্রথম সেশনে আর কোনও উইকেট হারায়নি তারা।
দ্বিতীয় সেশনেও জমাট দেখাচ্ছিল হেড ও লাবুশানের জুটিকে। ধীরে সুস্থে অস্ট্রেলিয়ার স্কোরকার্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তারা। কিন্তু ৪২ তম ওভারে ১২৪ রানে হেডকে ফিরিয়ে সেশনের প্রথম ধাক্কাটা দেন বুমরা। এরপরও লড়াই চালাচ্ছিলেন লাবুশানে। কিন্তু ৫০ ওভার পূর্ন হওয়ার আগেই তিনি ফিরলেন নিজের প্রথম টেস্ট খেলতে নামা সিরাজের বলে।
আপাতদৃষ্টিতে সাদামাটা একটি বলকে লেগসাইডে ফ্লিক করতে গিয়ে লেগস্লিপে থাকা আর এক ডেবিউট্যান্ট গিলের হাতে তুলে দেন লাবুশানে। এরপর ভয়ংকর হয়ে ওঠেন সিরাজ। তাই ভয়ংকর উইকেট টু উইকেট বোলিংয়ের হাত থেকে অল্পের জন্য রেহাই পান টিম পেইন। দ্বিতীয় ইনিংসে ৭১ রান যোগ করে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। টি-এর পর অল-আউটের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন অজিঙ্কা রাহানেরা।