দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারত অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মেলবোর্নে লড়াইয়ে নেমেছিল দুই পক্ষ। চা পান বিরতি অবধি অর্ধেক দলকে হারিয়ে যথেষ্ট চাপে ছিল অস্ট্রেলিয়া। শুরুতে ওয়েডকে হারানোর পর অজি বাহিনী মূলত নির্ভর হয়ে পড়ে সেই মারনাস লাবুশানে এবং ট্রাভিস হেডের উপর। কারণ আজও গতদিনের মত রবীচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি সামলাতে ব্যর্থ হন স্টিভেন স্মিথ। শেষ পর্যন্ত ১৩২ বলে চারটি চারের সাহায্যে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও টি টাইমের আগেই মোহাম্মদ সিরাজের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন লাবুশানে। অন্যদিকে যশপ্রীত বুমরাহ তুলে নেন হেডের উইকেট। আউট হয়ে সাজঘরে ফেরার আগে অবধি ৯২ বলে চারটি চারের সাহায্যে ৩৮ রানের ইনিংস খেলেন তিনিও।
জাপান বিরতির পরে কার্যত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। অধিনায়ক টিম পেইন এবং ক্যামেরান গ্রীন কেউই সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারেননি। ১২ রানে সিরাজ ফিরিয়ে দেন গ্রীনকে। ১৩ রানে পেইনকে ফিরে নিজের তৃতীয় উইকেট শিকার করেন অশ্বিন। লোয়ার অর্ডারে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন নাথান লায়ন। ২০ রানের ইনিংস খেলে কার্যত তিনি অস্ট্রেলিয়ার স্কোরকে সম্মানজনক পরিস্থিতিতে পৌঁছতে সাহায্য করেন। তবে অন্যদিকে সেভাবে সাত দিতে পারেননি কামিন্স, স্টার্ক কিংবা হেজেলউড। একদিকে যেমন জাদেজার শিকার হন কামিন্স।
তেমনি অন্যদিকে মাত্র ৭ রানে স্টার্ককে ফিরিয়ে দেন বুমরাহ। ফলে ১৯৫ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের হয়ে ৫৬ রান দিয়ে সর্বাধিক চার উইকেট তুলে নেন বুমরাহ। অন্যদিকে তার যোগ্য সঙ্গ দেন রবীচন্দ্রন অশ্বিন। ৩৫ রানের বিনিময়ে তিনি শিকার করেন তিনটি উইকেট। অভিষেক ম্যাচের তৃতীয় জোরে বোলার হিসেবে ভালো প্রদর্শন করেন সিরাজও। মাত্র ৪০ রানের বিনিময়ে তিনি তুলে নেন দুটি উইকেট। অস্ট্রেলিয়াকে কম স্কোরে বন্দি করলেও ভারতের মূল সমস্যা ছিল তাদের ব্যাটিং। তাই আজ কিভাবে দিন শেষ করে ভারতীয় দল সেটাই এখন দেখার। তবে আপাতত তারা যে কিছুটা এগিয়ে রয়েছে এই টেস্টে এ নিয়ে কোন সন্দেহ নেই।