দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারত অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট-এর জন্য আজ দুই দল মুখোমুখি হয়েছিল মেলবোর্নে। টসে জিতে প্রথমে ব্যাটিং করলেও আজ সেভাবে সুবিধা তুলতে পারেনি অস্ট্রেলিয়া দল। বুমরাহের বলে প্রথমেই ফিরে যান জো বার্ন্স। এরপর ম্যাথু ওয়েড কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও ৩৯ বলে তিনটি চারের সাহায্যে ৩০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে অশ্বিনের ঘূর্ণির ফাঁদে পা দেন তিনি। গত ম্যাচের মতই আজও ব্যার্থ স্টিভ স্মিথ। গত চার বছর যা ঘটেনি তাই ঘটল আজ, অশ্বিনের বলে খাতা খোলার আগেই ফিরে গেলেন তিনি।
ফলে অস্ট্রেলিয়ার কাছে বড় ভরসা ছিল লাবুশানে এবং হেড। আজও লাবুশানে নিরাশ করেননি অজি শিবিরকে। বিধ্বংসী ভারতীয় বোলিংয়ের সামনেও ১৩২ বলে চারটি চার দিয়ে সাজানো গুরুত্বপূর্ণ ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। কার্যত অস্ট্রেলিয়ার স্কোর তালিকায় আজ সর্বোচ্চ রানের মালিকও লাবুশানে। তবে তাকে আজ গুরুত্বপূর্ণ সঙ্গ দিয়েছিলেন ৯২ বলে ৩৮ রানের গোছানো ইনিংস খেলা ট্রাভিস হেড। তবে একবার লাবুশানে সিরাজের এবং হেড বুমরাহের শিকার হওয়ার পরেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া দল। ক্যামেরণ গ্রীন কিংবা অধিনায়ক টিম পেইন গত ম্যাচের মতো সঙ্গ দিতে পারেননি কেউই। তবে নিচের দিকে গুরুত্বপূর্ণ ২০ রানের যোগদান রাখেন লায়ন। আর তার দৌলতেই মূলত ১৯৫ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে সর্বোচ্চ চার উইকেট তুলে নেন যশপ্রীত বুমরাহ। তিন উইকেট তুলে নিয়ে যোগ্য সঙ্গ দেন রবীচন্দ্রন অশ্বিনও। তবে ভারতের মূল সমস্যা বোলিং নয় ব্যাটিং। তা বোঝা গিয়েছিল অ্যাডিলেড টেস্ট থেকেই। আজও জবাবে ব্যাট করতে নেমে খাতা খোলার আগেই ফিরে যেতে হয় মায়াঙ্ক আগারওয়ালকে। এবারও স্টার্কের গতি এবং সুইং সামলাতে না পেরে এলবিডব্লিউ হন আগারওয়াল। ফলে দায়িত্ব এসে পড়ে তরুণ ডেবিউ টান্ট শুভমান গিল এবং সহ-অধিনায়ক চেতেশ্বর পূজারার উপর। ইনিংসের শুরুতে আজ একবার বড় জীবনদান পান গিলও। তবে তারপর থেকে ক্রিজে যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। অজি জোরে বোলারদের তীব্র গতি সামলে তাদের বিরুদ্ধেই আজ গতিকে ব্যবহার করার চেষ্টা করেন তিনি। আক্রমণাত্মক ভঙ্গিতে তুলে নেন চারটি সুন্দর বাউন্ডারিও। ফ্রন্ট ফুট এবং ব্যাকফুট দুই অবস্থানেই আজ যেভাবে স্বকীয় ভঙ্গিমায় ব্যাটিং করেন তিনি তা যথেষ্ট প্রশংসনীয়। একদিকে যেমন জোরে বোলার তেমনি অন্যদিকে অফস্পিনার লায়নকেও স্টেপ আউট করে আক্রমণ করতে ভয় পাননি তিনি।
কার্যত ওপেনিংয়ে শুভমান আসায় আজ অন্তত ভারতীয় শিবিরের চিন্তা যে কিছুটা কমেছে এ নিয়ে কোন সন্দেহ নেই। আপাতত প্রথম দিন শেষে এক উইকেটের বিনিময়ে ৩৬ রান তুলেছে ভারত। গিল অপরাজিত রয়েছেন ২৮ রানে এবং পুজারা অপরাজিত রয়েছেন ৭ রানে।