25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    সভাপতি অজিত বন্দোপাধ্যায়ের অন্যায় আচরনের প্রতিবাদে পদত্যাগ করলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের অন্যায় আচরণের প্রতিবাদে পদত্যাগ করলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। অজিত বন্দ্যোপাধ্যায় এবং আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্তকে এদিন তিনি তার পদত্যাগপত্র পাঠান। এই বিতর্কিত ঘটনার সূত্রপাত হয় গতকাল বিকেলে। এখানে নিয়ম অনুযায়ী দুজনের বেশি আন্তঃরাজ্য ফুটবলার ফালানো যায় না সেখানে নিয়মবিরুদ্ধ ভাবে কন্যাশ্রী কাপের সেমিফাইনালে পুলিশ এসির বিরুদ্ধে তিনজন আন্তঃরাজ্য মহিলা ফুটবলারকে খেলিয়েছিল এস সি ইস্ট বেঙ্গল।

    এই ম্যাচেই পুলিশ এসিকে ট্রাইবেকারে হারিয়ে এদিন ফাইনালে ওঠে লাল-হলুদ বাহিনী। স্বাভাবিকভাবে খেলা শেষ মাত্রই প্রতিবাদ করে পুলিশ এসি। যা নিয়ে গতকাল বৈঠকে বসেছিল আইএফএ। এসপি ইস্টবেঙ্গলের কার্যকারী কমিটির সদস্য হওয়ার দরুন বৈঠকে উপস্থিত হতে পারেননি সভাপতি অজিত বন্দোপাধ্যায়। দেখা যায় মিনা খাতুন যিনি গতবছর মুম্বাইয়ে খেলেছিলেন তিনি আন্তঃরাজ্য খেলোয়াড় হিসেবে লাল হলুদ দলে যোগ না দিয়ে যোগ দিয়েছেন মিনা বেগম নামে। যার ফলে তাকে স্থানীয় খেলোয়াড় হিসেবে চালিয়েছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সিআরএস সিস্টেমে নাম রয়েছে মিনা খাতুন। এই থেকেই শুরু হয় বিতর্ক। দেখা যায় এসি ইস্টবেঙ্গলের প্লেয়ারদের প্লেয়ার্স কার্ডে সই নেই আইএফএ সচিবের।

    তার বদলে সভাপতি নিজেই সই করে প্লেয়ারদের কার্ড করিয়েছেন। উপস্থিত থাকা সকল সদস্যই মেনে নিন যে লাল হলুদ শিবির মিনা খাতুনকে অবৈধভাবে সই করিয়েছে। সেমিফাইনালটি আবার খেলার কথাও বলা হয়। পুলিশ এসির তরফ থেকে প্রশ্ন তোলা হয়, যদি ফাইনাল ম্যাচটি বাতিল হয়ে যায় তাহলে তো এটা প্রমাণিত যে ইস্টবেঙ্গল ভুল খেলোয়াড়দের খেলিয়েছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে বাতিল করে দেওয়া উচিত। কিন্তু সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের চাপে আইএফএ পুলিশকর্তাদের অনুরোধ করতে থাকেন তারা যেন সেমিফাইনাল ম্যাচটি আবার খেলে। জানিয়ে পরে পুলিশ এসির কোচ সুজাতা কর ক্ষোভ প্রকাশ করেন।

    এদিন এই অন্যায় আচরণের প্রতিবাদে বোর্ডের সচিব পদ থেকে পদত্যাগ করলেন জয়দীপ মুখোপাধ্যায়। তিনি বুঝিয়ে দিলেন যে আইএফএ যা সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে মোটেই একমত নন তিনি। এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত। এ প্রসঙ্গে এদিন তিনি বলেন, “এত বড় কলঙ্কিত সভাপতি আইএফএতে এর আগে আসেননি। এহেন গুরুত্বপূর্ণ চেয়ারকে তিনি দিনের পর দিন কালিমালিপ্ত করছেন।”

    প্রায় একই মত মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুরও। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “এটা তো অনেক দিন ধরেই খুল্লমখুল্লাভাবে হচ্ছে যে, আইএফএ’র সভাপতির চেয়ারে বসে ইস্টবেঙ্গল ক্লাবের কাজ করছেন অজিত বন্দ্যোপাধ্যায়। ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য যদি আইএফএ’র সভাপতি হন, তাহলে তিনি এসসি ইস্টবেঙ্গলের স্বার্থ দেখবেন, এটাই স্বাভাবিক। ওঁর মোবাইল টাওয়ার লোকেশন চেক করে দেখা হোক উনি কতক্ষণ আইএফএ’তে থাকেন, আর কতক্ষণ ইস্টবেঙ্গলে থাকেন। অন্যায়ভাবে অবৈধ ফুটবলার খেলানো সত্ত্বেও যেভাবে এসসি ইস্টবেঙ্গলকে রিপ্লে দেওয়া হল, তাঁর প্রতিবাদ করছি।”

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...