দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কাল কন্যাশ্রী কাপের সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছেছিল ইস্টবেঙ্গল মহিলা দল। সেই জয় নিয়ে যখন উচ্ছ্বসিত ছিল লাল-হলুদ সমর্থকরা, ঠিক তখনই গুরুতর অভিযোগ উঠেছিল লাল হলুদ ক্লাবের বিরুদ্ধে। ভিনরাজ্যের ফুটবলার খেলিয়েছে ইস্টবেঙ্গল, এই অভিযোগ এনে আইএফএ এর কাছে আবেদন করেছিল সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পুলিস এসি দল। আর সেই অভিযোগকে মান্যতা দিয়ে কালকের ম্যাচ আজকে আবার পুনরায় খেলানোর সিদ্ধান্ত নেয় আইএফএ। এর ফলে আবারও হাওড়া স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে নেমেছিল দুই দল।
আজও অবশ্য শেষপর্যন্ত জয় পায় লাল-হলুদ ব্রিগেড। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকার পর খেলা গড়ায় টাইব্রেকার অবধি। আর সেই টাইব্রেকারে ৪-৩ ফলে পুলিশকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল। যদিও ইস্টবেঙ্গলকে বাতিল না করে সেমিফাইনালটি ফের খেলানোয় ক্ষোভ উগরে দিয়েছে অনেকেই। আইএফএ-র এই সিদ্ধান্ত সাথে একমত নন, তা বোঝাতে পদত্যাগ করেছেন বোর্ড সচিব জয়দীপ মুখোপাধ্যায়।
জানা গিয়েছে, সেমিফাইনালে যে ভিনরাজ্যের মহিলা ফুটবলার খেলেছেন, তিনি হলেন মীনা খাতুম, এই নামটি রয়েছে সিআরএসে। গত মরশুমে তিনি মুম্বইয়ের ফুটবলার ছিলেন। কিন্তু এই বছর এফিডেভিডের মাধ্যমে নাম ও স্থান পরিবর্তন করে রাখেন মীনা বেগম, স্থান কলকাতা। আর এই অজুহাত দিয়েই লাল-হলুদ কর্তারা দায় এড়িয়েছেন। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের সাবেক কর্মকর্তা ও ইনভেস্টরদের মধ্যেও। শ্রী সিমেন্টের এক আধিকারিক জানিয়েছেন, “কন্যাশ্রী কাপ নিয়ে ক্লাব কর্তারা আমাদের সাথে খুব বেশি আলোচনা করেনি। দল গঠন তো দূর, আমাদের জানানোই হয়নি কি জার্সি পড়ে তারা খেলবে। শুধু এটুকু জানিয়েছে যে তারা এই টুর্নামেন্ট খেলছে।”