দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রয়াত ক্রিকেট কমেন্টেটর তথা অস্ট্রেলিয়ান তারকা ডিন জোন্সকে এদিন খেলা শুরুর আগে শ্রদ্ধা জানানো হলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এমসিজিতে বক্সিং ডে টেস্ট শুরুর আগে এই প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকাকে শ্রদ্ধা জানালো দুই তরফের খেলোয়াড়রা। উপস্থিত ছিলেন ডিন জোন্সের স্ত্রী, কন্যা এবং পরিবারবর্গরাও। এদিন চা বিরতির সময় মাঠে আসেন ডিনোর স্ত্রী এবং পরিবার বর্গরা। সঙ্গে করে নিয়ে যান ডিনোর ব্যাগী গ্রীন টুপি এবং সানগ্লাস।
দুইদলের দ্বাদশ ব্যক্তি লোকেশ রাহুল এবং জেমস প্যাটিনসন সহায়তা করতে এগিয়ে আসেন এই কর্মকাণ্ডে। স্ট্যাম্পের গায়ে হেলান দিয়ে রাখা হয় ব্যাট এবং তার হ্যান্ডেলের উপর রাখা হয় ডিনোর টুপি। এভাবেই মৃত্যুর প্রায় সাড়ে তিন মাস পর ডিনোকে শ্রদ্ধা জানালো ক্রিকেট অস্ট্রেলিয়া।গত সেপ্টেম্বরে মুম্বাইতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমের দেশে চলে যান ৫৯ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার। শুধু অস্ট্রেলিয়া নয় খেলোয়াড় এবং ধারাভাষ্যকার হিসেবে ভারতবর্ষের যথেষ্ট সম্মানিত ছিলেন ডিনো। ১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ৫২ টি টেস্টে মোট ৩,৬৩১ রান সংগ্রহ করেন তিনি। কেরিয়ারের রয়েছে ১১টি শতরান ও ১৪টি অর্ধশতরান। একইসঙ্গে দেশের হয়ে ১৬৪ টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন এই তারকা খেলোয়াড়। ৭টি সেঞ্চুরি ও ৪৬ টি অর্ধশতক মিলিয়ে একদিনের ম্যাচে তার মোট সংগ্রহ ৬,০৬৮ রান।
তবে খেলোয়াড়ের থেকেও ধারাভাষ্যকার হিসাবেই টেলিভিশন প্রজন্মের কাছে আরো বেশি জনপ্রিয়তা লাভ করেন জোন্স। তার শেষের দিনগুলোতে তার সঙ্গে থাকা ব্রেট লি এদিন ফক্স স্পোর্টসে বলেন, “অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচ চলাকালীন শ্রদ্ধা জানানো একেবারে ঠিক হয়েছে। ভারতেও জোন্স প্রচুর ভালবাসা পেয়েছেন।”