দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলে ছন্দে ফেরা চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হয়েছিল এসসি ইস্টবেঙ্গল। চেন্নাইয়ান ফর্মের বিচারে অনেকটাই এগিয়ে ছিল লাল-হলুদ শিবিরের থেকে। গতবারের রানার্স আপরা এবারের আইএসএলটা জয় দিয়ে শুরু করলেও বেঙ্গালুরু ও মুম্বাইয়ের মতো দুই হেভিওয়েট দলের কাছে পরপর হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলো। তবে শেষ ম্যাচে এফসি গোয়ার মতো দলের বিরুদ্ধে ২-১ ফলে জয়ে তাদের হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে। ইস্টবেঙ্গল অপরদিকে নামিয়েছিল আগের ম্যাচের দলটাকেই।
আগ্রাসী ভঙ্গিতে শুরু করে ইস্টবেঙ্গল। কয়েকটি বিপজ্জনক আক্রমণ তুলে আনে রফিক। ম্যাচের প্রথম কর্ণারটিও আদায় করে লাল হলুদ শিবির। কিন্তু লাভ হয়নি। ম্যাচের ১০ মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্সের পজিশনের ভুলে দুর্দান্ত গতিতে উঠে এসে গোল করে যান ছাঙতে। এর পর বলের দখল পুরোপুরি নিয়ে নেয় চেন্নাই। ঝড়ের মতো আক্রমণ উঠে আসে ইস্টবেঙ্গল বক্সে। কোনরকমে সামলে দেয় ইস্টবেঙ্গল ডিফেন্স। ড্রিঙ্কস ব্রেকের ৫ মিনিটের মধ্যে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন রফিক। শেষপর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে চেন্নাইয়ান।
দ্বিতীয়ার্ধের শুরুতে জেজে এবং রোহেন সিং-কে নামিয়ে আক্রমণে জোড় বাড়ানোর চেষ্টা করে ইস্টবেঙ্গল। ৫৮ মিনিটে বিকাশ জাইরুর কর্ণার থেকে ফাঁকায় হেড করে গোল করে সমতা ফেরান ইস্টবেঙ্গলের মিডফিল্ডার জেনারেল স্টেইনম্যান। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ৬২ মিনিটে ফের ইস্টবেঙ্গল ডিফেন্সের মারাত্মক ভুলে গোল করে যান বাংলার ছেলে রহিম আলী। এর ঠিক চার মিনিটের মধ্যে চেন্নাইয়ানে ডিফেন্ডারের শট পোস্টে লেগে ফেরে। তার ঠিক ৩ মিনিটের মধ্যে বিশাল কাইথের ভুলে গোল করে যান সেই স্টেইনম্যান। এরপর আক্রমণ, প্রতিআক্রমণে খেলা জমে ওঠে। শেষ মুহূর্ত অবধি দুই দলই একাধিক বিপজ্জনক আক্রমণ শানিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ২-২ গোলেই ম্যাচ শেষ হয়।