দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ইপিএলে লেস্টার সিটির বিরুদ্ধে দু-বার এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করলো রেড ডেভিলসরা। শেষ পর্যন্ত ফক্সদের সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার লেস্টারের ঘরের মাঠে ম্যাচের ২৩ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের গোলে এগিয়ে গিয়েছিল রেড ডেভিলসরা। আট মিনিট পরই বার্নসের গোলে সমতায় ফেরে লেস্টার। এরপর প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি কোনও পক্ষই।
দ্বিতীয়ার্ধে ফের আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে ম্যান ইউ। শেষপর্যন্ত ম্যাচের ৭৯ মিনিটে ফের ম্যান ইউকে এগিয়ে দেন তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ। প্রথম গোলের ক্ষেত্রে সহায়তাটিও ছিল তার। কিন্তু আবারও লিড ধরে রাখতে পারেনি তারা। ঠিক যখন সমর্থকরা ভাবতে শুরু করেছেন যে তিন পয়েন্ট নিশ্চিত, ঠিক তখনই ৮৫ মিনিটে তারকা স্ট্রাইকার জেমি ভার্ডি গোল করে ফের সমতায় ফেরান লেস্টারকে। যদিও পরে সিদ্ধান্ত বদল করে সেটিকে আত্মঘাতী গোল হিসাবে ঘোষণা করে লিগ কর্তৃপক্ষ। এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল লেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে ম্যান ইউ।
অপরদিকে অপ্রত্যাশিত ভাবে জঘন্য ফর্মে থাকা আর্সেনালের কাছে হেরে গেল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। ১লা নভেম্বরের পর প্রথম কোনও লিগ ম্যাচ জিতলো আর্সেনাল। প্রথমার্ধের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে প্রথম ধাক্কা দেন ল্যাকাজ্যাত। এরপর প্রথমার্ধর শেষ লগ্নে দুর্দান্ত ফ্রি-কিক থেকে দলের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক গ্রানিট জাঁকা। দ্বিতীয়ার্ধে, ৫৬ মিনিটে ৩-০ করেন আর্সেনালের তরুণ ফুটবলার সাকা। গোটা ম্যাচে বলের দখল বেশি ছিল চেলসির, কিন্তু তাতে লাভ হয়নি। ৮৫ মিনিটে টেমি অ্যাব্রাহাম একটি গোল ফেরালেও তা যথেষ্ট ছিল না। লিগের শেষ চারটি ম্যাচে তিনটিতে হেরে লিগে ৬ নম্বরে নেমে গেল চেলসি। নিজেদের পঞ্চম জয় পেয়েও ১৪ নম্বরে রইলো আর্সেনাল।