দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে গতদিনের ১ উইকেটের বিনিময়ে ৩৬ রান হাতে নিয়ে আজ ব্যাট করতে নেমে মেলবোর্নে শুরু থেকেই ভাগ্যের কিছুটা সাথ পেয়েছিল ভারত। কালকের পর আজ আবারো একবার শুভমানের ক্যাচ ফেলে দেন উইকেটকিপার পেইন। কিন্তু ইনিংস বড় করার আগেই কামিন্সের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপারের হাতেই বন্দী হন তিনি। বলতো অভিষেক ম্যাচে আটটিচার দিয়ে সাজানো ৪৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয় তাকে।
স্বাভাবিকভাবেই সমস্ত ভরসা ছিল পুজারা এবং রাহানের ওপর। কালকের মত আজও ক্রিজে যথেষ্টই স্বকীয় ভূমিকায় মনে হচ্ছিল পুজারাকে। ছিলেন যথেষ্ট দৃঢ়প্রতিজ্ঞও। কিন্তু ৭০ বলে ১৭ রানের ইনিংস খেলে তিনিও যখন কামিন্সের শিকার হন চাপের মুখে পড়ে টিম ইন্ডিয়া। অধিনায়ক রাহানের সাথে ছোট্ট পার্টনারশিপে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন হনুমা বিহারি। ক্রিজে আজ বেশ সক্রিয়ও মনে হচ্ছিল তাকে। কিন্তু ছেষট্টি বলে দুটি চার দিয়ে সাজানো ২১ রানে ইনিংস খেলে নাথান লায়ন কিছুই করতে গিয়ে অধিনায়ক পেইনের হাতে ধরা পড়েন তিনি। এমনিতেই রাহুল না থাকায় একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে সারাই মাঠে নামতে হয়েছে ভারতীয় দলকে। অন্যদিকে মাত্র ১১৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রায় পৌঁছানো যথেষ্ট বড় কার্য মনে হচ্ছিল ভারতের কাছে।
আপাতত অজিঙ্কা রাহানে এবং পান্থের ওপরেই নির্ভর টিম ইন্ডিয়া। ৭৩ বলে দুটি চারের সাহায্যে ২২ রান করে অপরাজিত রয়েছেন অধিনায়ক রাহানে। অন্যদিকে ৩ রানে অপরাজিত রয়েছেন পান্থ। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ১২২ রান। শেষ পর্যন্ত এখন ভারত কত দূর পৌঁছাতে পারে সেদিকে লক্ষ্য থাকবে সকলের। তবে কে এল রাহুলের মতো অভিজ্ঞ একজন ব্যাটসম্যানের না থাকা যে ভোগাচ্ছে ভারতীয় দলকে এ নিয়ে কোন সন্দেহ নেই।