দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলে আজ মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি। আজকের ম্যাচের আগে অবধি আইএসএলে কেরালা ব্লাস্টার্সের অবস্থা ভালো ছিল না। ৬ ম্যাচ খেলার পর তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৯ নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টার্স। তাই জীবনের সবচেয়ে বড় আঘাতটি পেয়েও সেই শোক সামলে কর্তব্যে অবিচল থাকতে হয়েছে তাদের কোচ কিবু ভিকুনাকে। গতম্যাচে শেষমুহূর্তে হারের মুখ থেকে বেঁচে সাহাল আব্দুল সামাদরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। তাই আজকের ম্যাচে কোচকে জয় উপহার দিতে চেয়েছিল ব্লাস্টার্স শিবির। দলে চমক বলতে চলতি মরশুমে প্রথমবারের জন্য মাঠে নেমেছিলেন ডিফেন্ডার আব্দুল হাক্কু। আর হায়দরাবাদ শুরু থেকেই নামিয়েছিল তরুণ প্রতিভাবান ভারতীয় লিস্টন কোলাসো-কে।
প্রথমার্ধে দুই দলের মধ্যে বলের দখল ছিল সমান সমান। তবে হায়দরাবাদ তুলনামূলক বেশি সুযোগ তৈরি করেছিল। সমানে সমানে চলতে থাকা খেলায় ম্যাচের প্রথম ধাক্কাটি দেয় কেরালা। ফাকুন্দো আবেল পেরেইরার ক্রস থেকে গোল করে কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেন আব্দুল হাক্কু। এরপর অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি হায়দরাবাদ। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলেই।
দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত শুরু করে কেরালা। বার বার আক্রমণে এসে সাহাল, নিশুরা হায়দরাবাদ ডিফেন্সকে সমস্যায় ফেলছিল। ৫০ মিনিটে ২-০ ফলে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ নষ্ট করে সাহাল। ৫৭ মিনিটে দুর্দান্ত ভাবে একটি সেভ করে হায়দরাবাদকে বাঁচান সুব্রত পাল। এরপর হায়দরাবাদও কয়েকটি আক্রমণ শানায়। কিন্তু ভালো ফাইনাল পাসের অভাবে গোল আসেনি। উল্টে ম্যাচের ৮৭ মিনিটে গোল করে ২-০ করে দেন কেরালার তারকা স্ট্রাইকার জর্ডান মারে। ২-০ ফলে ম্যাচ জিতে কিবুকে সন্তুষ্ট করে ইয়োলো সাবমেরিন।