দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে অধিনায়ক অজিঙ্কা রাহানের দুরন্ত শতরানের দৌলতে ৮২ রানের লিড তুলে নিয়েছিল ভারত। দিনশেষে অর্ধেক দল হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ২৭৭ রান। যার মধ্যে ১২ টি চার দিয়ে সাজানো দুরন্ত ১০৪ রানের ইনিংস ছিল রাহানের ব্যাট থেকে। অন্যদিকে বিরাট কোহলির পরিবর্তে দলে আসা রবীন্দ্র জাদেজাও ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে মরিয়া ছিলেন। দিনশেষে ৪০ রানে নট আউট ছিলেন তিনিও। তাই আজ ভারতের লক্ষ্য ছিল লিডকে আরো আগে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভারতকে চালকের আসনে বসানো।
কিন্তু রানআউট এই টেস্টেও পিছু ছাড়লোনা রাহানের। ২২৩ বলে ১১২ রানের দুরন্ত ইনিংস খেলে শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। কাল স্টিভ স্মিথের হাত থেকে পাওয়া জীবনদানের যে দুরন্ত ফায়দা তুলেছিলেন তিনি তা আজ শেষ হয়ে যায় হঠাৎই। তবে অন্যদিকে রবীন্দ্র জাদেজা নিজেকে কোনোভাবে ভেঙে পড়তে দেননি। মূলত একজন মারকুটে ব্যাটসম্যান হলেও বিরুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে যেভাবে নিজের খেলাকে বদলে নিয়েছেন তিনি তা ছিল সত্যিই অনবদ্য। আজও খারাপ বলের জন্য অপেক্ষা করে তবেই বড় শট খেলেছেন তিনি। শেষ পর্যন্ত ১৪৩ বলে মাত্র দুটি চারের সাহায্যে নিজের অর্ধশতক পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। যা তার মতো ব্যাটসম্যানের কাছে ছিল যথেষ্ট মন্থর।
কিন্তু ভারতের জন্য এই ধরনের ইনিংসই আজ ছিল ডাক্তারের অর্ডার। বিশেষত কাল এবং আজ যেভাবে অত্যন্ত অনায়াস ভঙ্গিতে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং হেজেলউডদের বাউন্সার সামলেছেন জাদেজা তা সত্যিই প্রশংসার যোগ্য। তবে রবীচন্দ্রন অশ্বিনেরও আজ দায়িত্ব ছিল জাদেজার যথাযথ সঙ্গ দেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত ভারতের লিডকে ১১১ রানে পৌঁছে দেওয়ার পর ১৫৯ বলে তিনটি চারের সাহায্যে দুরন্ত ৫৭ রানের ইনিংস খেলে স্টার্কের সেই শর্ট বল পুল করতে গিয়েই সীমানার ধারে ধরা পড়েন জাদেজা। যদিও লিড নিয়ে বেশ কিছুটা স্বস্তিতে ছিল ভারত। কিন্তু জাদেজা ফাঁদে বন্দি না হলে হয়তবা আজ আরও বড় হতে পারতো ভারতের লিড। তবে এবার রবীচন্দ্রন অশ্বিনের উপর দায়িত্ব ছিল ভারতীয় লীডকে আরো কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার।
তবে শর্ট বলে জাদেজা আউট হওয়ার পর আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন স্টার্ক। উমেশ যাদব এবং রবীচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে পরপর বাউন্সার বর্ষণ করতে থাকেন তিনি। তবে একথা মানতেই হবে এই ইনিংসে প্রায় সমস্ত ভারতীয় ব্যাটসম্যান নিজেদের নিজেদের উইকেটের পাশে ‘প্রাইস ট্যাগ’ লাগিয়েছেন তা সত্যিই অনবদ্য। কোন উইকেট তুলে নেওয়া মোটেই সহজ হয়নি অস্ট্রেলিয়ার বোলারদের পক্ষে।কিন্তু শেষ পর্যন্ত ৯ রানে লায়নের শিকার হন উমেশ যাদবও। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি রবীচন্দ্রন অশ্বিনও। ১৪ রানের গুরুত্বপূর্ণ যোগদান রেখে হেজেলউডের প্রথম শিকারে পরিণত হন তিনি। খাতা খোলার আগেই লায়নের শিকারে পরিণত হন বুমরাহ। ফলে ৩২৬ রানেই ইনিংস শেষ করে ভারত। আপাতত ১৩১ রানের লীড রয়েছে তাদের হাতে।