দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পিতৃত্ব কালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর তারপর থেকেই জল্পনা ছিল অ্যাডিলেডের মতই মেলবোর্নেও ভেঙে পড়বে ভারতীয় দল। জাস্টিন ল্যাঙ্গার থেকে শুরু করে অনেক অস্ট্রেলীয় ক্রীড়া বিশ্লেষকই ভারত ৪-০ ব্যবধানে সিরিজ হারবে একথাও দাবি করেছিলেন। তবে প্রথম দিন ১৯৫ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করবার পর শুভমান গিল, আজিঙ্কা রাহানে এবং রবীন্দ্র জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। দ্বিতীয় দিন শেষ হবার আগেই দুরন্ত সেঞ্চুরি করে রাহানে বুঝিয়ে দেন বিরাট কোহলি, রোহিত শর্মা না থাকলেও অস্ট্রেলিয়ায় তিনি আছেন।
তার এই দুরন্ত প্রদর্শনকে সম্মান জানাতে কোন ভুল করেননি বিরাট কোহলি। বিরুদ্ধ পরিস্থিতিতে দ্বিতীয় দিনে ভারতকে চালকের আসনে দেখে মুগ্ধ কোহলি টুইটারে লেখেন, “আরো একটা দিন আমাদের নামে করা গেল। টেস্ট ক্রিকেটের এটাই সব থেকে সুন্দর উদাহরণ। নিশ্চিতভাবেই অসাধারণ ইনিংস খেলেছে জিঙ্কস।”
অ্যাডিলেড টেস্টে তাকেই রান আউট করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছিলেন অজিঙ্কা রাহানে। এও বলেছিলেন এরপর কোহলির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। কিন্তু কোহলি দেশে ফেরার পর যেভাবে আজ নিজের কাঁধে সম্পূর্ণ দায়িত্ব তুলে নিয়েছিলেন তিনি। তা দেখে সত্যিই সকলেই মুগ্ধ, এবং মুগ্ধ ক্যাপ্টেন কোহলি নিজেও। আর তাই উচ্ছ্বসিত প্রশংসা করতে একমূহূর্তও দেরী করেনি বিরাট।
যদিও আজ ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনের ইনিংসকে আর বেশি লম্বা করতে পারেননি অজিঙ্কা রাহানে। রবীন্দ্র জাদেজার সাথে ভুল বোঝাবুঝির কারণে। গতদিনের ইনিংসের সঙ্গে কেবল ৮ রানই যোগ করতে পেরেছিলেন তিনি। তবে একথা স্বীকার করতেই হবে ১২ টি চার দিয়ে সাজানো ২২৩ বলে তৈরি করা তার ১১২ রানের ইনিংসের দৌলতেই আপাতত মেলবোর্নে স্বস্তিতে রয়েছে ভারত। ৩২৬ রানে ভারতীয় ইনিংস শেষ হলেও ১৩১ রানের লিড তাড়া করতে নেমে শুরুতেই বার্ন্সকে হারিয়েছে অস্ট্রেলিয়া। আপাতত এক উইকেটের বিনিময় ২১ রান সংগ্রহ করেছে তারা।