দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দশক সেরা ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট ঘোষণা করলো আইসিসি। আর অবসরের পরেও এখনও দেখা গেল মাহি ম্যাজিক। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে তিনি যে শুধু সুযোগ পেলেন তাই নয় অধিনায়ক এর টুপিও উঠে এলো তার মাথাতেই। একদিনের ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় কে মহেন্দ্র সিং ধোনি এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অবসর গ্রহণের পরেও পাখি জীবনে বিরল সম্মান জানালো আইসিসি তা অবশ্যই প্রতিটি ভারতীয় ক্রিকেট প্রেমীর কাছে গর্বের বিষয়।
দশকের সেরা অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে অবশ্য নিজের ক্যারিশমা দেখিয়েছেন তারই সতীর্থ তথা শিষ্য বিরাট কোহলি। কিছুদিন আগেই যথেষ্ট প্রশ্ন উঠেছিল বিরাটের অধিনায়কত্বের প্রতিভা নিয়ে। আইসিসির এই সম্মান যেন আরেকবার বুঝিয়ে দিল অধিনায়ক হিসেবে টেস্টে বিরাটই বেস্ট। অবশ্যই একদিনের একাদশে ভারতের অন্য প্রতিনিধি হলেন রোহিত শর্মা। আশ্চর্যজনক হলেও এই একাদশে স্থান করে নিতে পারেননি বুমরাহ।
তবে টি-টোয়েন্টি একাদশে স্বমহিমায় উজ্জ্বল বুমরাহ। এছাড়া তিনটি দল এই সুযোগ করে নিয়েছেন বিরাট কোহলি। দশক শ্রেষ্ঠ টেস্ট একাদশে রয়েছে মাত্র ভারতের দুই প্রতিনিধি রবীচন্দ্রন অশ্বিন এবং বিরাট কোহলি। তবে টি-টোয়েন্টি একাদশে রয়েছে ভারতের চারজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি, রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং জাসপ্রিত বুমরাহ। একথা ঠিক যে প্রতিটি একাদশে সমান ধারাবাহিকতা বজায় রেখে যেভাবে জায়গা করে নিয়েছেন বিরাট। তাতে তিনি আইসিসির চোখে যে অন্যতম বিশ্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য এই খবর খুবই আনন্দের এবং গর্বের।
আইসিসি-র দশক সেরা টেস্ট দল: অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), কুমার সঙ্গকারা (শ্রীলঙ্কা, উইকেটকিপার) বেন স্টোকস (ইংল্যান্ড), আর অশ্বিন (ভারত), ডেইন স্টেইন (দক্ষিণ আফ্রিকা), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) এবং জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
আইসিসি-র দশক সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), শাকিব আল হাসান (বাংলাদেশ), এমএস ধোনি (ভারত, অধিনায়ক ও উইকেটকিপার), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
আইসিসি-র দশক সেরা টি-২০ দল: রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত),এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), এমএস ধোনি (ভারত, অধিনায়ক ও উইকেটকিপার), কায়রন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রীত বুমরাহ (ভারত) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)