দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলতি টুর্নামেন্টে দীর্ঘ সময় অবধি অপরাজিত ছিল বেঙ্গালুরু। তিনটি দুর্দান্ত জয়ের সাথে টুর্নামেন্টের শুরুতে ফর্মে না থাকলেও ধীরে ধীরে ফর্মে ফেরা অধিনায়ক সুনীল ছেত্রী-কে দুর্দান্ত দেখাচ্ছিল। প্রতি ম্যাচে গোল করছিলেন তিনি। সব ঠিকই চলছিল, কিন্তু নিজেদের শেষ ম্যাচে কার্লোস কুয়াদ্রাতের দল হার মেনেছে হাবাসের এটিকে মোহনবাগানের কাছে। ফলে ঘুচেছে অপরাজিত তকমা। আজকে জামশেদপুরের বিরুদ্ধে জয় অর্জন করে ফের টুর্নামেন্টে ছন্দে ফিরতে চান সুনীলরা।
অপরদিকে জামশেদপুরও প্রতিযোগিতায় ভালো ফর্ম দেখিয়েছিল। চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান-কে হারানো, ১০ জনে হয়েও টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল মুম্বাই সিটি-কে রুখে দেওয়া সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাইয়ানের কাছে হেরেছিল তারা, কিন্তু তারপর টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল তারা। কিন্তু গত ম্যাচে গোয়ার ইগর অ্যাঙ্গুলোর জোড়া গোলে ভালো পারফরম্যান্স সত্ত্বেও হার মানতে হয়েছে ওয়েন কোলের ছেলেদের। আজকের ম্যাচ তাদের কাছেও ফিরে দাঁড়ানোর।
• জামশেদপুর সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক- টি পি রেহনেশ
রক্ষণ- লালদিনলিয়ানা রেন্থলেই, ইজে, পিটার হার্টলি, রিকি
মাঝমাঠ- এইতর মনরোয়, জ্যাকিচন্দ সিং, মোবাসির রহমান, আলেক্স, উইলিয়াম লালনুনফেলা
আক্রমণ- নেরিজাস ভালস্কিস
• বেঙ্গালুরু এফসি সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক:- গুরপ্রীত সিং সান্ধু
রক্ষণ- হরমনজোৎ খাবরা, জুয়ানান, প্রতীক চৌধুরী, রাহুল ভেকে
মাঝমাঠ-
এরিক পার্তেলু, দিমাস দেলগাডো, সুরেশ সিং
আক্রমণ-
সুনীল ছেত্রী, ক্রিশ্চিয়ান ওপসেথ, সেলিটন সিলভা