দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সদ্য মুম্বাইয়ের তারকা পেসার তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগারকারকে পিছনে ফেলে জাতীয় নির্বাচক হয়েছেন অ্যাবে কুরুভিল্লা। এখনও প্রথম দলও নির্বাচন করেনি এই নির্বাচক কমিটি। তার আগেই কুরুভিল্লাকে নিয়ে শুরু হল বিতর্ক। প্রাক্তন এই ভারতীয় বোলারদের বিরুদ্ধে উঠেছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের অভিযোগ। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সদস্য সঞ্জীব গুপ্তা তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। তার মতে একই সঙ্গে দুটি পদে আসীন হয়েছেন কুরুভিল্লা। একদিকে তিনি ডিআই পাতিল আকাদেমির ক্রীড়া নির্দেশক। আবার অন্যদিকে জাতীয় নির্বাচক হিসেবে নির্বাচিত হয়েছেন।
ভারতের জার্সিতে ১০ টি টেস্ট ও ২৫ টি একদিনের ম্যাচ খেলেছেন কুরুভিল্লা। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি অজিত আগারকার স্বাভাবিকভাবেই অনেক বেশি টেস্ট ও একদিনের ম্যাচ খেলেছেন। কিন্তু সিএসি তা সত্ত্বেও কুরুভিল্লাকেই বেশি প্রাধান্য দিয়েছিল। তাই নির্বাচনের পরেই শুরু হয় জল্পনা। তবে সূত্রের খবর অনুযায়ী বিসিসিআইয়ের ক্রিকেট বিশেষজ্ঞ মন্ডলী কিভাবে সমালোচনা করেছিলেন আগারকারকে নিয়ে। কিন্তু এই সূত্রের দাবি মুম্বাই অ্যাসোসিয়েশনের সমর্থন না থাকার কারণেই পিছিয়ে পড়েন আগারকার। তার বিরুদ্ধে অভিযোগ মুম্বাইয়ের প্রধান নির্বাচক হয়েও ম্যাচ দেখতে যাননা তিনি।
আর সেই কারণেই কুরুভিল্লাকে বেশি প্রাধান্য দিয়েছে সিএসি। কুরুভিল্লার সাথেই নির্বাচক কমিটিতে এসেছেন দেবাশীষ মহান্তি এবং চেতন শর্মা। সবচেয়ে বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকার জন্য জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান হয়েছেন চেতন শর্মাই। ইতিমধ্যে তার তরফ থেকে বয়ানও এসেছে কথা নয় কাজই তার পরিচয় দেবে। ৫৪ বছর বয়সী চেতন ভারতের হয়ে ২৫ টি টেস্ট এবং ৬৫টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ভারতীয় দলের নতুন নির্বাচক কমিটির কাজ শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল নির্বাচন দিয়ে। তবে তার আগে কুরুভিল্লার বিরুদ্ধে এই অভিযোগ নিশ্চয়ই চাপে রাখলো বিসিসিআইকে।