দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সুখবর ভারতীয় টেনিস ভক্তদের জন্য। ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল ২০২১ এ আয়োজিত হতে চলা অস্ট্রেলিয়া ওপেন ওয়াইল্ড কার্ডে সুযোগ পেলেন। ভারতের সুমিত এবং চায়নার ওয়াং সাইয়ু এশিয়া-প্যাসিফিক বেল্টের তরফ থেকে মূল টুর্নামেন্টে খেলতে নামবেন। এই দুজন ছাড়াও অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে প্রবেশ করেছেন দারিয়া গাভরিলোভা, অস্ত্রা শর্মা, ক্রিস্টোফার ও-কনেল, ম্যাডিসন ইংলিশ, লিজত্বে ক্যাবরেরা এবং মার্ক পলমান্স।
এই সুযোগ পেয়ে খুশি হয়েছেন সুমিত নিজেও। একটি ট্যুইট করে নিজের আনন্দ প্রকাশ করেছেন ভারতীয় টেনিস তারকা। ওই ট্যুইটটিতে তিনি বলেছেন- “আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সব মানুষদের, যাদের চেষ্টায় আমি ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারছি। টেনিস অস্ট্রেলিয়াকেও ধন্যবাদ এত প্রতিকূল পরিস্থিতিতে এত বড় মাপের একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য।”
প্রাক্তন বিশ্বসেরা টেনিস তারকা অ্যান্ডি মারেও ওয়াইল্ড কার্ডের মাধ্যমে সুযোগ পাচ্ছেন। অস্ট্রেলিয়া ওপেনের ডিরেক্টর ক্রেগ টিলে, এই প্রসঙ্গে বলেছেন “আমরা দু-হাত ছড়িয়ে মারে-কে স্বাগত জানাচ্চি। পাঁচ বার ও ফাইনাল খেলেছে। অস্ট্রেলিয়া ওপেনের সঙ্গে ওর যোগ খুবই নিবিড়।” প্রসঙ্গত এই মেগা ইভেন্ট শুরু হবে ফেব্রুয়ারির ৮ তারিখ এবং শেষ হবে ফেব্রুয়ারিরই ২১ তারিখে।