দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ডনের দেশে একের পর এক বিপত্তি সত্বেও মেলবোর্ন টেস্টে আপাতত জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না ভারতের। বোলিং করার সময় আজ যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় মাঠ ছাড়তে হলো ভারতীয় তারকা পেশার উমেশ যাদবকে। এমনিতেই মহম্মদ শামি না থাকাই যথেষ্ট চাপে রয়েছে ভারতীয় শিবির। যদিও মোহাম্মদ সিরাজ তার অভাব কিছুটা পূরণ করেছিলেন। এরই মধ্যে আবার বড় ধাক্কা খেলো ভারতীয় দল। প্রথম ইনিংসে সেভাবে উইকেট না পেলেও ভালো বোলিং করেছিলেন উমেশ যাদব। দ্বিতীয় ইনিংসের শুরুতেই বার্ন্সকে ফিরিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি।
কিন্তু নিজের স্পেলের চতুর্থ ওভার বোলিং করতে এসে হঠাৎই কাফ মাসেলে চোট পা নেই ভারতীয় বোলার। তারপরেই আজ আর সারাদিন মাঠে ফিরতে পারেননি তিনি। এমনিতেই ইশান্ত শর্মা চোটের কারণে যোগ দিতে পারেননি অস্ট্রেলিয়া সফরে। কনুইয়ে চোট পাওয়ার কারণে বেরিয়ে যেতে হয়েছে শামিকেও। এখন উমেশ যাদবও যদি এই টেস্টে ফিরতে না পারেন তাহলে যথেষ্ট সমস্যায় ভুগতে হবে ভারতীয় বোলিং বিভাগকে। একমাত্র অভিজ্ঞ জোরে বোলার বলতে এখন দলে রয়েছেন বুমরাহ। তার পাশেই ছিলেন উমেশ যাদব। আর যথেষ্ট ভাল ছন্দে থাকার কারণে ইশান্ত শর্মার না থাকা অনেকটাই পুষিয়ে দিয়েছিলেন তিনি।
কিন্তু এখন যদি তাকেও বাইরে চলে যেতে হয় তাহলে তৃতীয় টেস্টের জন্য দলে আনা হতে পারে নবদীপ সাইনিকে। ভারতীয় সাদা বল ক্রিকেটে যথেষ্ট নাম করলেও টেস্টে এখনো অচেনা সাইনি। তাই অনভিজ্ঞ এই পেস বোলিং অ্যাটাক নিয়ে অস্ট্রেলিয়ার মত দক্ষ ব্যাটিং লাইনআপের সামনে যুঝতে যথেষ্ট সমস্যা হতে পারে ভারতের। যদিও উমেশের চোট সম্পর্কে এখনও তেমন কিছু জানানো হয়নি ভারতীয় শিবির তরফে। কিন্তু সেরকম গুরুতর চোট হলে আগামী দিনগুলিতে ম্যাচে তিনি ফিরতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে।