দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ একসময় ভারতীয় মহিলা ক্রিকেটের কথা বললেই যে দুজনের নাম চট করে মাথায় আসতো তারা হলেন মিতালি রাজ এবং ঝুলন গোস্বামী। বাংলা থেকে উঠে আসা দুরন্ত পেসার ঝুলন একদিকে যেমন এই মুহূর্তে মহিলা ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেটের মালিক, অন্যদিকে তেমনি মহিলা ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে আরেক ভারতীয় মিতালি নামে। এবার ভারতের এই দুই ক্রিকেট তারকাকে বিরল সম্মানে ভূষিত করল আইসিসি। পুরুষ দলের সাথে সাথে এদিন মহিলা ওয়ানডে ক্রিকেটের দর্শক সেরা দলও ঘোষণা করে আইসিসি।
আর সেই তালিকাতেই স্থান করে নিলেন বাংলার চাকদহ এক্সপ্রেস এবং মিতালি রাজ। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে দু’শোর বেশি উইকেট শিকার করেছেন চাকদহ এক্সপ্রেস ঝুলন গোস্বামী। এ পর্যন্ত ১৮২ টি একদিনের ম্যাচে ঝুলনের সংগ্রহ ২২৫ টি উইকেট। অন্যদিকে মিতালী বিশ্বের প্রথম মহিলা ব্যাটসম্যান হিসেবে ছহাজার রান সংগ্রহকারী। বিরল প্রতিভার অধিকারী এই দুই তারকাকে এবার যথাযথ সম্মান জানালো আইসিসি।
একঝলকে দেখে নিন মহিলাদের দশক সেরা একদিনের দলঃ
অ্যালিসা হিলি, সুজি বেটস, মিতালি রাজ, মেগ ল্যানিং (ক্যাপ্টেন), স্টেফানি টেলর, সারা টেলর (উইকেটকিপার), এলিস পেরি, ডেন ভ্যান নিকার্ক, মারিজান কাপ, ঝুলন গোস্বামী ও আমিসা মহম্মদ।
এদিন একদিনের সাথে সাথে দশকের সেরা মহিলা টি-টোয়েন্টি একাদশও ঘোষণা করা হয় আইসিসির তরফ থেকে। তাতেও স্থান করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। জায়গা পেয়েছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ মহিলা হার্ডহিটার হরমনপ্রীত কৌর এবং লেগ স্পিনার পুনম যাদব। এখনো পর্যন্ত খেলা ১১৪ টি ম্যাচে ২১৮৬ রান সংগ্রহ করেছেন হারমানপ্রীত। অন্যদিকে মাত্র ৬৭ ম্যাচে ৯৫টি উইকেট শিকার করেছেন পুনম।