দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইসিসি তরফে আবারও সম্মানিত গুরু শিষ্য। এমনিতে বললে হয়তো বুঝার অসুবিধা হওয়ার কথা কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভালোই জানে ভারতীয় ক্রিকেটে গুরু হলেন এমএস ধোনি এবং শিষ্য হলেন বিরাট। আইসিসির বর্ষসেরা একদিনের দলে দুজনেই জায়গা পেয়েছেন আগেই। একজন ছিনিয়ে নিয়েছেন টেস্ট অধিনায়কত্বের টুপি এবং অবসরের পরেও অন্যজন ছিনিয়ে নিয়েছেন একদিনের ক্রিকেটের দশক সেরা দলের অধিনায়কত্বের তকমা। তবে এবার দুজনকে বিরল সম্মানের সম্মানিত করলো আইসিসি।
আইসিসির তরফে “প্লেয়ার অফ দ্যা ডেকেড” অর্থাৎ দশকের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কার ছিনিয়ে নিলেন বিরাট কোহলি। এক দশকের মধ্যে সবথেকে বেশি রান, সবথেকে বেশি শতরান এবং বিশ্বকাপজয়ী দলের প্রতিনিধি হিসেবে “স্যার গ্যারফিল্ড সোবার্স” পুরস্কারে ভূষিত হলেন তিনি। এই দশকে মোট ২০৩৯৬ রান ৬৬টি সেঞ্চুরি এবং ৯৪ টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। আর সেই কারণেই তাকে এই বিরল সম্মানে সম্মানিত করলো আইসিসি।
আপাতত পিতৃত্বকালীন ছুটি নিয়ে ভারতে ফিরেছেন বিরাট। এই পুরস্কার পেয়ে খুশি বিরাট আইসিসিকে জানান, “আমার একমাত্র অভিপ্রায় হল ভারতের প্রত্যেকটি জয়ে কিছু কিছু যোগদান রাখা। আমি প্রত্যেকটি ম্যাচে সেটাই করতে চাই। ময়দানে তুমি কি করছ স্ট্যাটিসটিকস তালিকা হলেও তারই বাইপ্রোডাক্ট।”
একদিকে যেমন পুরস্কারে ভূষিত হয়েছেন শিষ্য, তেমনি আইসিসি সম্মান জানিয়েছে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনিকেও। আইসিসি তরফে এদিন ‘স্পিরিট অফ ক্রিকেট’ সম্মানে ভূষিত করা হয় তাকে। মাঠে তার অসাধারণ খেলোয়াড়ই মানসিকতার জন্যই আইসিসি তরফে এই পুরস্কার প্রদান করা হয় মাহিকে। এই পুরস্কার অবশ্য মাহি জিতে নিয়েছেন সমর্থকদের বিচারে। ২০১১ সালে ইংল্যান্ড সফরে অদ্ভুতভাবে দুর্ভাগ্যজনক রান আউট হন ইয়ান বেল। কিন্তু খেলোয়াড়ই মানসিকতা বজায় রেখে তাকে মাঠে ফিরিয়ে নেন অধিনায়ক মাহি। আর এই কারণেই তাকে এই সম্মানে ভূষিত করলো আইসিসি।
দশকের সেরা টেস্ট ক্রিকেটার হিসেবে তকমা ছিনিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। ভারত অস্ট্রেলিয়া টেস্ট এ সেভাবে প্রভাব ফেলতে না পারলেও একবছর নির্বাসনে থাকার পর যেভাবে কামব্যাক করেছেন স্মিথ তা সত্যিই অসামান্য। এই দশকে টেস্ট ক্রিকেটে মোট ৭০৪০ রান সংগ্রহ করেছেন স্মিথ। যার মধ্যে রয়েছে ২৬টি শতরান এবং ২৮ টি অর্ধশতরান। রানের গড় ৬৫.৭৯। আর সেই কারণে স্বাভাবিকভাবেই দশকের সেরা টেস্ট খেলোয়াড় হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছেন স্মিথ।
আইসিসির নির্বাচন অনুযায়ী দশকের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হলেন আফগানিস্তানে রশিদ খান। এই রহস্যময় লেগ স্পিনার ক্রিকেটে আসার পর থেকেই নিজের নাম চেনাতে খুব বেশি সময় নেননি। এরইমধ্যে টি-টোয়েন্টিতে ৮৯ টি উইকেট দখল করেছেন তিনি। বিশ্বের তাবৎ আবার ব্যাটসম্যানরাও তারপিন সামলাতে গিয়ে হিমশিম খেয়েছেন। আর সেই কারণেই তাকেই সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে নির্বাচন করল আইসিসি।