দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বড়সড় ধাক্কা খেলেন ফেডেরার ভক্তরা। চোট পুরোপুরি না সেরে ওঠায় অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন রজার ফেডেরার। রেকর্ড সংখ্যক গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা ডান হাঁটুতে জোড়া অপারেশনের পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি এখনও। প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে আরও কিছুদিন সময় লেগে যাবে। অ্যাসোসিয়েট প্রেসকে এমনটাই জানিয়েছেন ফেডেরারের এজেন্ট। অস্ট্রেলিয়া ওপেন কর্তৃপক্ষও এই ব্যাপারটি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে ৬ বারের অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ীর দ্রুত আরোগ্য কামনা করে শুভকামনা জানানো হয়েছে তাদের তরফ থেকে। যদিও কয়েকদিন আগেই তারাই জানিয়েছিলেন যে রজার অস্ট্রেলিয়ান ওপেনের মধ্যে দিয়েই ফের কোর্টে ফিরবেন।
এর আগে নিজের কেরিয়ারে একবারও অস্ট্রেলিয়ান ওপেন মিস করেননি ফেডেরার। তার ম্যানেজমেন্ট সংস্থার সিইও টনি গডসিক জানিয়েছেন, ২০২১-এর অস্ট্রেলিয়ান ওপেনের পর যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে ফিরতে চাইছেন ফেডেরার। সুতরাং অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২১ বছর কোর্টে নামার ধারায় ছেদ পড়তে চলেছে রজারের। ২০০০ সালে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নেমেছিলেন সুইস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের তরফে বিজ্ঞপ্তি জারি করে ফেডেরারে নাম তুলে নেওয়ার কথা জানানো হয়েছে।
চোটের জন্য ২০২০-র ফরাসি ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন ফেডেরার। করোনা মহামারির জন্য তার পছন্দের টুর্নামেন্ট, উইম্বলডন এবছর অনুষ্ঠিত হয়নি। টানা তিনটি মেজর টুর্নামেন্টে চোটের জন্য অংশ নিতে পারলেন না ২০টি মেজর জয়ী তারকা। সব মিলিয়ে মোট একবছরেরও বেশি সময় কোর্টের বাইরে কাটাতে হবে তাঁকে।