29 C
Kolkata
Tuesday, March 28, 2023
More

    ডিআরএস নিয়ে ক্ষুব্ধ লিটিল মাস্টার, চাইলেন আইসিসির হস্তক্ষেপ!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইসিসির ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস নিয়ে আগেও বহুবার মুখ খুলেছেন শচিন টেন্ডুলকার। ডিআরএস লাগু করার সময় থেকেই যে কয়েকজন ভারতীয় ক্রিকেটার এর বিপক্ষে সরব ছিলেন তাদের মধ্যে একজন হলেন লিটিল মাস্টার। তাদের মন্তব্য ছিল আইসিসি যখন নিজেই স্বীকার করে যে ডিআরএস পদ্ধতি ১০০% সঠিক নয়। তখন কীভাবে তা একজন ব্যাটসম্যান এর ভাগ্য বিচারে ব্যবহার করা যেতে পারে। বিশেষত ডিআরএসের আম্পায়ার্স কল বিষয়টি নিয়ে এর আগেও মুখ খুলেছেন বহু পুরনো ক্রিকেটার। আর তাদের মধ্যেই একজন হলেন শচিন।

    সোমবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভুল সিদ্ধান্তের শিকার হয় ভারতীয় দল। ডিআরএস গ্রহণ করার পর দেখা যায় আম্পায়ার্স কল হওয়ার কারণে আউট দেওয়া যাবেনা ব্যাটসম্যানকে। ঘটনাটি ছিল এইরকম, এদিন অস্ট্রেলিয়ান ওপেনার জো বার্নসের গোড়ালিতে সোজা গিয়ে আছড়ে পড়ে জাসপ্রিত বুমরাহের বল। স্বাভাবিকভাবেই এলবিডাব্লিউর আবেদন করেন বুমরাহ। আম্পায়ার নট আউট দিলে ডিআরএসের শরণাপন্ন হতে হয় ভারতকে। এরপরেও আরেকবার লাবুশানের পায়ে লাগে সিরাজের বল এক্ষেত্রে অন্তর নট আউট দেওয়ায় ডিআরএসের শরনাপন্ন হন রাহানে। কিন্তু দুই ক্ষেত্রেই বল হালকাভাবে ছুঁয়ে যাচ্ছিল উইকেটকে। যা ক্রিকেটীয় ভাষায় আম্পায়ার্স কল নামে পরিচিত। আর সেই কারণেই উইকেট ছুঁয়ে যাওয়া সত্ত্বেও নট আউটের ডিসিশন বজায় থাকে

    এরপর এই বিষয়টি নিয়ে নিজের টুইটার হ্যান্ডেল এ মুখ খোলেন শচিন। তিনি বলেন,” অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হই খেলোয়াড়রা সিদ্ধান্তটি রিভিউ পড়ার আবেদন করে। আইসিসির উচিত ডিয়ারের সিস্টেমটিকে আরো ভালো করে খতিয়ে দেখা। বিশেষত আম্পায়ার্স কল।”

    শচিনের এই বক্তব্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নিয়ে কোন সন্দেহ নেই।এখনো পুরনো ক্রিকেটার তথা ক্রীড়া বিশ্লেষকদের অনেকেই মনে করেন বল যদি উইকেটে লাগে সে ক্ষেত্রে আউট দেওয়া উচিত। কারণ বল হালকাভাবেই ছুঁয়ে যাক বা সোজাসুজি এসে উইকেটের ভিতরে আছে পড়ুক, বেল পড়ে যাওয়া মানেই ইনিংস শেষ হয়ে যায় ব্যাটসম্যানদের। সে ক্ষেত্রে আইসিসির বিষয়টিকে আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...