দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন সম্পূর্ণতই নিজেদের নামে রেখেছিল ভারত। ভারতের প্রথম ইনিংসের ৩২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে কাল শুরু থেকেই ভেঙে পড়ে অস্ট্রেলিয়া। ১৩৭ বলে তিনটি চার দিয়ে সাজানো ৪০ রানের ইনিংস খেলে ম্যাথু ওয়েড কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও কাল শেষপর্যন্ত তাকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। সিরাজ, রবীচন্দ্রন অশ্বিন, বুমরাহ এবং জাদেজার দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি লাবুশানে, স্মিথ, হেড বা পেইন কেউই।যাদব চোট পাওয়া সত্ত্বেও কাল বোলিংয়ে তার প্রভাব পড়তে দেয়নি ভারতীয় দল।
তবে ছয় উইকেট হারিয়ে যখন হার বাঁচানোর জন্য মরিয়া অস্ট্রেলিয়া রুখে দাঁড়ান ক্যমরণ গ্রীন এবং প্যাট কামিন্স। তাদের দুরন্ত পারফরম্যান্সের দৌলতেই কাল দিন শেষে ৬ উইকেটের বিনিময় ১৩৩ রানে পৌছায় অস্ট্রেলিয়া। ইনিংস হার বাঁচিয়ে দু রানের লিডও নেয় তারা। দিনশেষে ক্যামেরন গ্রীন অপরাজিত ছিলেন ১৭ রানে এবং কামিন্স অপরাজিত ছিলেন ১৫ রানে। তবে প্রশংসা করতে হবে যেভাবে আজ সকালে প্রতিরোধ গড়ে তোলেন কালকের এই দুই ব্যাটসম্যান। আজ সকালে পিচ কিছুটা ভালো প্রদর্শন করছিল ঠিকই কিন্তু যেভাবে নিজেদের উইকেটে প্রাইস ট্যাগ লাগান এই দুই ব্যাটসম্যান তা ছিল সত্যিই অনবদ্য।
১৪৬ বল খেলে পাঁচটি চার দিয়ে সাজানো গুরুত্বপূর্ণ ৪৫ রানের ইনিংস উপহার দেন তরুণ গ্রীন। অস্ট্রেলিয়ার স্কোর তালিকাতেও তা ছিল সর্বোচ্চ রান। তবে শেষ পর্যন্ত সিরাজের বলে রবীন্দ্র জাদেজার তালুবন্দি হন তিনি। অন্যদিকে দুরন্ত সঙ্গ দেন কামিন্সকে তার কিছুক্ষণ আগেই ফিরিয়ে দেন বুমরাহ। কিন্তু সাজঘরে ফেরার আগে অবধি গুরুত্বপূর্ণ ২২ রানের যোগদান রাখেন তিনিও। ১৭৭ রানে অষ্টম উইকেট খাওয়ানোর পরেও মাটি কামড়ে লড়াই দিতে কোনো ভুল করেননি লায়ন এবং স্টার্ক। কিন্তু শেষ পর্যন্ত মোহাম্মদ সিরাজের বাউন্সার আজ সামলাতে পারেননি লায়ন। ফলে ব্যক্তিগত ৩ রানেই উইকেটকিপার পান্থের তালুবন্দি হতে হয় তাকে। অবশ্যই প্রশংসা করতে হবে অভিষেক ম্যাচ খেলা সিরাজের। উমেশ যাদব না থাকা সত্ত্বেও যেভাবে দায়িত্ব নিয়ে গতকালের মতো আজও জোরে বোলিং বিভাগকে সাহায্য করেন তিনি তা ছিল অনবদ্য।
গুরুত্বপূর্ণ ক্যামেরণ গ্রীন তো বটেই, লোয়ার অর্ডার যখন ভারতকে যথেষ্ট সমস্যায় ফেলেছিল তখনো লায়নকে ফিরিয়ে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন তিনি। অন্যদিকে বুমরাহও ছিলেন যথেষ্ট আত্মবিশ্বাসী। বিশেষত অস্ট্রেলিয়ার মতোই আজ অস্ট্রেলিয়াতেও বাউন্সারের স্বাদ চাখাতে মরিয়া ছিলেন ভারতীয় বোলাররা। তবে একাদশতম উইকেটের পার্টনারশিপও আজ বেগ দেয় ভারতকে। স্টার্ক এবং হেজেলউডের এই ব্যাটিংয়ের দৌলতেই সিরিজে প্রথমবার ২০০ রানের লক্ষ্যমাত্রা পার করে অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত রবীচন্দ্রন অশ্বিনের স্পিন আজ সামলাতে পারেননি হেজেলউড। ১০ রানে তিনি বোল্ড হতেই ২০০ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। জয়ের জন্য এখন ভারতের দরকার মাত্র ৭০ রান।