দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএল চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে নামতে চলেছে এটিকে মোহনবাগান। সামনে প্রতিপক্ষ বিপজ্জনক চেন্নাইয়ান এফসি। চলতি টুর্নামেন্টে চেন্নাইয়ান বড্ড বেশি অনপ্রেডিক্টেবল। কখনও টুর্নামেন্টে এগিয়ে থাকা দলকে রুখে দিয়েছে তারা আবার কখনো টুর্নামেন্টের সবচেয়ে পিছিয়ে থাকা দলের বিরুদ্ধেও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে তারা। তাই চেন্নাইয়ানকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না হাবাস।
বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৪-১-৪-১ ছকে দল সাজিয়ে ম্যাচ জিতেছিল এটিকে মোহনবাগান। এমনিতে হাবাস ৩-৫-২ ছকেও সবুজ মেরুণ শিবিরকে ভালোই খেলিয়েছেন। কিন্তু চেন্নাইয়ানের গতিশীল ফুটবলকে আটকাতে গত ম্যাচের ছকেই দল সাজাতে পারেন সবুজ-মেরুন কোচ আন্টোনিও লোপেজ হাবাস। গত ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল চেন্নাই। সেই ম্যাচে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিল। ম্যাচ না জিতলেও সেই ছকেই আজও নামতে পারে তারা।
চেন্নাইয়ান এফসি সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক- বিশাল কাইথ
রক্ষণ- রিগান সিং, এলি সাবিয়া, এনেস সিপোভিচ, জেরি লালরিনজুয়লা
মাঝমাঠ- দীপক টাংরি, রাফায়েল ক্রিভেয়ারো, অনিরুদ্ধ থাপা
আক্রমণ- লালিয়ানজুয়ালা ছাংগতে, এসমায়েল গঞ্জালেস, জাকুব সিলভেস্ত্রের।
• এটিকে মোহনবাগান সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
অরিন্দম ভট্টাচার্য্য
রক্ষণ-
প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, শুভাশিস
মাঝমাঠ-
প্রবীর দাস, জয়েস রানে, এডু গার্সিয়া, ডেভিড উইলিয়ামস, গ্লেন মার্টিন্স
আক্রমণ-
রয় কৃষ্ণা।