দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মেলবোর্নে ক্যাঙ্গারু বধ করে ঐতিহাসিক জয় ভারতের। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্ট হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত। ম্যাচের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ২০০ রানে অলআউট করে ভারত। দ্বিতীয় ইনিংসে পেইনের দল ৬৯ রানের লিড নিয়ে মাঠ ছাড়ে। ফলে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিততে ভারতের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৭০ রান।
এই রান তাড়া করতে নেমে মায়াঙ্ক ৫ রানে এবং পূজারা ৩ রান করে দ্রুত সাজঘরে ফিরলেও ওপেনার শুভমান ও অধিনায়ক রাহানের ব্যাটে ৮ উইকেটে ম্যাচ জিতল ভারত। অ্যাডিলেডের ৩৬ রানের অলআউটের মহাবিপর্যয়ের পর মেলবোর্নে অজিদের প্রত্যাঘাত দিয়ে সিরিজের স্কোরলাইন ১-১ করল ভারতীয় দল। জয়ের জন্য ৭০ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুভমান গিল ৩৫ ও রাহানে ২৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতে মাঠ ছাড়েন।
তৃতীয় টেস্টের আগে এই জয় স্বস্তি দেবে ভারতকে। অজিঙ্কা রাহানের অধিনায়কোচিত পারফরম্যান্সে, প্রথম টেস্ট খেলতে নামা সিরাজ ও গিলের দুর্দান্ত পারফরম্যান্সের পর বলাই যায় সিরিজে অ্যাডভান্টেজ ভারত।