দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কয়েকদিন আগেই জানা গিয়েছিল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিছু নতুন ফুটবলার দলে নিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু, হায়দরাবাদ, এটিকে মোহনবাগান থেকে কয়েকজন ফুটবলারের ওপর নজর ছিল লাল-হলুদ ম্যানেজমেন্টের। এখন সেই কথাই সত্যি হতে চলেছে। আর সবার প্রথমে যিনি লাল-হলুদ শিবিরে নিশ্চিতভাবে যোগ দিতে পারেন, তিনি হলেন এটিকে মোহনবাগান শিবিরের তরুণ ফুল-ব্যাক অঙ্কিত মুখার্জি।
ইস্টবেঙ্গলেরই ইয়ুথ একাডেমির প্রোডাক্ট অঙ্কিত চলতি আইএসএলে এটিকে মোহনবাগান শিবিরে ছিলেন। কিন্তু হাবাসের হাতে অপশন এতটাই বেশি যে রিজার্ভ বেঞ্চেও বসার সুযোগ পাননি তিনি। এটিকে ইস্টবেঙ্গল এই মুহূর্তে একজন রাইট ব্যাক পেতে মরিয়া। এই ব্যাপারে অচেনা কোন ফুটবলারের বদলে নিজেদের ইয়ুথ একাডেমির সম্পদের ওপরেই ভরসা করছেন তারা। প্রসঙ্গত অঙ্কিত ইতিমধ্যেই মহামেডানে খেলে নিজের যোগ্যতা প্রমাণ করে রেখেছেন। রাইট-ব্যাক হিসাবে তিনি যে সুরচন্দ্রের চেয়ে ভালো অপশন তা সকলেই মানবেন। অপরদিকে চেন্নাইয়ান, কেরালার বিরুদ্ধে ফর্মে ফেরার লক্ষণ দেখিয়েছে রবি ফাওলারের দল। ডিফেন্সে মেরামত দরকার, সেই লক্ষ্যেই অঙ্কিত সহ আরও বেশ কিছু ফুটবলারের ওপর নজর রাখছে তারা। সবকিছু ঠিকঠাক চললে আদিল খান-কেও হায়দরাবাদ থেকে নিয়ে আসতে চলেছে শ্রী সিমেন্ট প্রতিনিধিরা।
অপরদিকে এটিকে-মোহনবাগান শিবিরে যোগ দিতে পারেন গত ম্যাচে মোহনবাগানে খেলা নংদম্বা নাওরেম। গত বছর মোহনবাগানের আই লিগ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কেরালা ব্লাস্টার্সে তিনটি ম্যাচে শুরু করেও নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। ফলস্বরূপ জায়গা হয়েছে বেঞ্চে। গোটা ডিসেম্বরে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের ধারণা হাবাসের হাতে পড়ে মনবীর, কৃষ্ণা-দের জন্য বলের নিয়মিত সাপ্লাই-লাইন হয়ে উঠতে পারেন এই তরুণ ফুটবলার।