দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সিডনিতেই হতে চলেছে তৃতীয় টেস্ট। উত্তর সিডনিতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর অনেকেই এ কথা বলছিলেন যে তৃতীয় টেস্ট হত আদৌ সিডনিতে করা সম্ভব হবে না। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও সে ক্ষেত্রে মেলবোর্নকে প্রথম পছন্দ হিসেবে জানানো হয়েছিল। প্রথম থেকেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কথা শুনে নিজেদের বর্ডার বন্ধ করে দিয়েছিল নিউ সাউথ ওয়েলস সরকার। আর সেই কারণেই একথা মনে করা হয়েছিল তৃতীয় টেস্ট সিডনিতে নাও হতে পারে।
কিন্তু আজই শেষ হয়েছে মেলবোর্ন টেস্ট। আর এর মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে তৃতীয় টেস্ট দিয়ে সিডনিতে আর কোনো জটিলতা নেই। অর্থাৎ সিরিজ এবার চলবে তার পূর্ব তালিকা মতই। তৃতীয় টেস্টের জন্য মেলবোর্ন থেকে সিডনি যাবে ভারতীয় দল এবং সেখান থেকে চতুর্থ টেস্টের জন্য ব্রিসবেন যেতে হবে রাহানেদের। ভারতের ভারতের জন্য জয়ের সাথে সাথেই একটি বড় খবর হল, কাল দলের সাথে যোগ দিতে সিডনি থেকে মেলবোর্ন আসছেন রোহিত শর্মা। সিডনিতে কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে তার। অবশ্য এখনো গোটা দলই থাকবে মেলবোর্নে।
রোহিত শর্মার এই আগমন সম্পর্কে কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন,”আমরা রোহিতের সাথে কথা বলব। ও এতদিন কোয়ারেন্টাইনে ছিল। ওর মানসিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেই আগামী ম্যাচে ও খেলতে চায় কিনা সেটা ঠিক করা হবে।”