দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এক সপ্তাহও হয়নি পিএসজি ম্যানেজমেন্ট ছেঁটে ফেলেছে টমাস টুচেল-কে। এরকম অপ্রত্যাশিত ভাবে তাকে বরখাস্ত করার ব্যাপারটি হজম করতে পারেননি বেশিরভাগ ফুটবল প্রেমীরাই। কিন্তু বরখাস্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই তার নতুন গন্তব্য নিয়ে জল্পনা উঠতে শুরু করেছে। মনে করা হচ্ছে জার্মান কোচের পরবর্তী ঠিকানা হতে পারে স্ট্যামফোর্ড ব্রিজ।
শোনা যাচ্ছে ল্যাম্পার্ডের সাম্প্রতিক পারফরম্যান্সে খুশি নন ক্লাব মালিক রোমান আব্রামোভিচ। ইপিএলে আশা জাগিয়ে শুরু করলেও অবস্থা ক্রমেই খারাপ থেকে খারাপতর হচ্ছে চেলসির। গতকাল রাতের খেলায় অ্যাস্টন ভিলার বিরুদ্ধেও জয় তুলে নিতে ব্যর্থ হয় তারা। ফলে খুব দ্রুতই চাকরি খোয়াতে পারেন চেলসি ম্যানেজার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আর সেখানেই নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে টুচেলকে।।
ল্যাম্পার্ড চলতি মরশুম শুরুর আগে ২০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করেছেন ফুটবলার কেনার জন্য। কিন্তু সেই প্লেয়াররা তাকে আর সফলতা এনে দিতে পারছেন না। ঢাক-ঢোল পিটিয়ে ক্লাবে আনা দুই জার্মান ফরোয়ার্ড টিমো ওয়ার্নার এবং হাভার্টজ-এর অবস্থা খুবই সঙ্গীন। নতুন জার্মান কোচ টমাস টুচেলের অধীনে তারা জ্বলে উঠতে পারবেন বলে অনেক ফুটবল বিশেষজ্ঞও মনে করেন। এখন দেখার শেষ অবধি সত্যিই ল্যাম্পার্ড-কে ছাঁটাই করার মতো বড় সিদ্ধান্ত নিতে পারে কিনা চেলসি ম্যানেজমেন্ট।