দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ১০ জানুয়ারি শুরু হতে চলা মুস্তাক আলী ট্রফির কথা মাথায় রেখে এদিন ২২ জনের দল ঘোষণা করল বাংলা। দলে একদিকে যেমন রয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মনোজ তিওয়ারি, তেমনি অন্যদিকে অধিনায়ক হিসেবেও বাংলা ভরসা রেখেছে অভিমন্যু ঈশ্বরনের ওপরেই। এছাড়াও দলে সুযোগ পেয়েছেন ভারতীয় জোরে বলার মোহাম্মদ শামির ভাই মোহাম্মদ কাইফ।
অভিজ্ঞ শ্রীবৎস গোস্বামী, অনুষ্টুপ মজুমদারদের পাশাপাশি দলে থাকছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা জোরে বোলার ঈশান পোড়েল। কিছুদিন আগেই নেট বোলার হিসাবে অস্ট্রেলিয়াতেও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিলেন তিনি। এছাড়া নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নিয়েছেন সুজিত যাদব এবং শুভঙ্কর বল। এছাড়া মোহাম্মদ শামির ভাই মোহাম্মদ কাইফও নতুন মুখ হিসেবে যোগ দিচ্ছেন এই দলে। অতএব একথা বলাই যায় তারুণ্য এবং অভিজ্ঞতার বেশ ভালই মিশেল রয়েছে বাংলা দলে। এখন মুস্তাক আলী টুর্ণামেন্টে বাংলা কতদূর পৌঁছায় সেদিকেই তাকিয়ে থাকবে সকলের
এই টি-টোয়েন্টি ঘরোয়া টুর্নামেন্ট চলবে ৩১ জানুয়ারি অবধি। সম্পূর্ণ বায়ো বাবেলের মধ্যে সমস্ত কোভিড বিধি পালন করে এত বড় ঘরোয়া ক্রিকেটের আয়োজন এই প্রথম। তাই আগামী দিনে এই টুর্নামেন্টের সাফল্যই ঠিক করবে রঞ্জি ম্যাচগুলি কিভাবে আয়োজন করবে বিসিসিআই।
বাংলা দলঃ অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, ঈশান পোড়েল, কাজী জুনেয়েদ সইফি, ঋত্বিক চৌধুরী, বিবেক সিংহ, শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী, মুকেশ কুমার, আকাশ দীপ, রবি কান্ত সিংহ, অভিষেক দাস, মহম্মদ কাইফ, অরিত্র চট্টোপাধ্যায়, শুভঙ্কর বল, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রয়াস রায় বর্মণ, সুজিত যাদব, কাইফ আহমেদ।