25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    অজিঙ্কার অধিনায়কত্বে মুগ্ধ সৌরভ, প্রাণখোলা প্রশংসা বিসিসিআই প্রেসিডেন্টের!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রায় দুই দশক পরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ড্র করার নায়ক ছিলেন তিনি। হয়তো তার নেতৃত্ব মেলবোর্নে জিততে পারেনি ভারতীয় দল। তবে ২০০৩ সালের সেই মাইটি অস্ট্রেলিয়াকে অ্যাডিলেডে তাদের মাটিতে থামিয়ে দিয়ে সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিলেন মহারাজ। আজ হয়তো তিনি মাঠে নেই, কিন্তু প্রশাসক রূপে রয়েছেন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে। আর তার প্রশাসনায় অ্যাডিলেডে প্রথম টেস্ট হেরেও মেলবোর্নে দুরন্ত জয় তুলে নিয়ে সিরিজে কামব্যাক করল ভারতীয় দল।

    নেই বিরাট কোহলি, নেই মোহাম্মদ শামি, নেই ইশান্ত শর্মা, রোহিতরাও। এমনকি সেকেন্ড ইনিংসের বল করতে নেমে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল উমেশ যাদবকেও। কিন্তু মাঠে ছিলেন এক দুরন্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে। আর ছিল তার তারুণ্যে ভরা দল। চারদিনের একদিনও অস্ট্রেলিয়াকে মাথায় চেপে বসতে দেয়নি তারা। প্রতিটা দিন জিতে নিয়ে শেষ পর্যন্ত চতুর্থ দিনে লজ্জাজনক হারের ৮ উইকেটে বদলা নিয়েছে মেন ইন ব্লু। তারপর থেকে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় চলেছে প্রশংসার বন্যা। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রীড়া বিশ্লেষক প্রত্যেকেই এই ঐতিহাসিক জয়ের শুভেচ্ছা জানাচ্ছেন ভারতকে এবং সাথে সাথে অধিনায়ক অজিঙ্কা রাহানেকে। প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি তো বটেই দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ২৭ রানের ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

    তারই অসামান্য কৃতিত্বের প্রশংসা করতে একটুও দেরি করলেন না বিসিসিআই প্রেসিডেন্টও। আজ নিজের টুইটার হ্যান্ডেল থেকে সৌরভ লেখেন, “এটা সত্যিই একটা স্পেশাল জয় এমসিজির ময়দানে। অনেক অনেক শুভেচ্ছা অজিঙ্কা রাহানে, একজন ভালো মানুষ সব সময় নিজের কাজ প্রথম শেষ করেন। কনগ্রাচুলেশন্স জাদেজা এবং অশ্বিন, আগামী ম্যাচ গুলির জন্য তোমাদের সকলকে শুভেচ্ছা। “

    স্বাভাবিকভাবেই এই দুরন্ত জয় খুশি সকলেই। ৮ উইকেটে জয় দিয়ে সিরিজে শুধু যে সমতা ফিরিয়েছে ভারত তা নয়, অস্ট্রেলিয়াকে দিয়েছে এক মুখের মত জবাব। এমনকি অধিনায়ক টিম পেইন পর্যন্ত নিজেদের প্রদর্শনে ভীষণরকম হতাশ। আগামী দিনগুলিতে এই আত্মবিশ্বাস সিরিজে আরো ভালো ফলাফল করতে নিশ্চয়ই সাহায্য করবে টিম ইন্ডিয়াকে। তাছাড়া পরের ম্যাচে ফিরে আসছেন রোহিত শর্মা। হনুমা বিহারি এক জায়গায় সম্ভবত ফিরতে পারেন কে এল রাহুলও। তাই ভারতীয় ব্যাটিং যে আরো অনেক বেশি শক্তিশালী হবে এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই এই ম্যাচে জয় যে ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...