দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজকে আইএসএলে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি এফসি গোয়া ও হায়দরাবাদ এফসি। গত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে জয় পেয়েছে এফসি গোয়া। জামশেদপুরের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন ঈগর অ্যাঙ্গুলো। তার আগে চেন্নাইয়ান এবং এটিকে মোহনবাগানের কাছে হেরে একটু চাপেই ছিল জুয়ান ফার্নান্দোর দল। এই মুহূর্তে লিগ টেবিলে ছয় নম্বরে আছে তারা। কাল জিততে পারলে লিগ টেবিলে ৩ নম্বরে উঠে আসতে পারেন তারা।
অপরদিকে নিজেদের শেষ দুটি ম্যাচ হেরে মারাত্মক চাপে হায়দরাবাদ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুর্দান্ত ভাবে জয় ছিনিয়ে নেওয়ার পর মুম্বাই, কেরালার বিরুদ্ধে হারের ধাক্কায় বেসামাল সুব্রতরা। কালকের ম্যাচে জয় না পেলে টপ ফোরের লড়াইয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়বে তারা।
• হায়দরাবাদ এফসি সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
সুব্রত পাল
রক্ষণ-
আশিস রাই, চিংগলনসানা সিং, ওদেই ওনাইন্ডিয়া, আকাশ মিশ্র
মাঝমাঠ-
জোয়াও ভিক্টর, হিতেশ শর্মা, নিখিল পূজারি, লিস্টন কোলাসো, হালিচরণ নার্জারি
আক্রমণ-
আরিদানে সান্টানা
• এফসি গোয়া সম্ভাব্য একাদশ:-
গোলরক্ষক-
মহম্মদ নওয়াজ
রুক্ষণ-
শেরিটন ফার্নান্দেজ, অভিনব, ইভান গঞ্জালেজ, সেভিয়ার গামা
মাঝমাঠ-
আলবার্তো নগুয়েরা, লেনি রদ্রিগেজ, এডু বেদিয়া, ব্র্যান্ডন ফার্নান্দেজ,
আক্রমণ-
জর্জে অর্তিজ, ইগর আঙ্গুলো